Saturday 31 March 2018

একগোছা রজনীগন্ধা হাতে দিয়ে বললাম

বেশ কিছু দিন দেশের বাড়ি তে ছুটি কাটিয়ে ফিরে চললাম মুম্বাই। এবারের সেরা পাওনা অ্যাডমিন রাতুলের সাথে দেখা হওয়া। গানে গানে বলি মনের কথা
★★★
একগোছা রজনীগন্ধা হাতে দিয়ে বললাম-
“চললাম”
একগোছা রজনীগন্ধা হাতে দিয়ে বললাম-
“চললাম, চললাম!”
বেশকিছু সময় তো থাকলাম,
ডাকলাম, মন রাখলাম;
বেশকিছু সময় তো থাকলাম,
ডাকলাম, মন রাখলাম;
দেখলাম দুটি চোখে বৃষ্টি-
বৃষ্টি ভেজা দৃষ্টি।
মনে কোরো আমি এক মৃত কোন জোনাকী-
সারারাত আলো দিয়ে জ্বললাম।
“চললাম”

একগোছা রজনীগন্ধা হাতে দিয়ে বললাম-
“চললাম, চললাম!”

এখানেই সবকিছু শেষ নয়,
বেশ নয়, যদি মনে হয়;
এখানেই সবকিছু শেষ নয়,
বেশ নয়, যদি মনে হয়;
লিখে নিও গল্পের শেষটা,
থাকনা তবু রেশটা-
দেখো না গো চেয়ে তুমি আনমনা চরণে
কোন ফুল ভুল করে দললাম।
“চললাম”
একগোছা রজনীগন্ধা হাতে দিয়ে বললাম-
“চললাম”
“চললাম, চললাম!”
ganer majhe tumi এখানে click করুন

No comments:

Post a Comment