Friday 22 December 2017

কোন সে আলোর স্বপ্ন নিয়ে

শিল্পী ------- আশা ভোঁসলে
কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায়
কে ডাকে আয় চলে আয় ,
ছায়া নীল সীমানায় ছড়ায় সোনায়
সূর্য মেঘের গায়
ডাকে আয় আয় রে আয় ,
কোন পাখি তার দুঃসাহসের ডানা মেলে
যায় হারিয়ে অন্ধ মনের আঁধার ফিরে
এই মন সঙ্গী করে আকাশের নীল নগরে
আমিও যাব উড়ে তারি পাখায় ।
চেনা অচেনার পাড়ে ডেকে ডেকে যে আমাকে
নিয়ে যায় অজানার অভিসারে ,
হয়তো ফিরেও দেখবে না এই ফেরারি মন
ঘর ছেড়ে ওই শুন্যে ওরা পাখির মতন
যাব যে সেই বিদেশে যেখানে স্বপ্ন মেশে
সে যদি সামনে এসে দুহাত বাড়ায় ।

1 comment: