Tuesday 29 May 2018

আঁধার আমার ভালো লাগে

থা - মুকুল দত্ত,
সুর - হেমন্ত মুখোপাধ্যায়,
কণ্ঠ - প্রতিমা বন্দ্যোপাধ্যায়

আঁধার আমার ভালো লাগে |
তারা দিয়ে সাজিও না আমার আকাশ |
আঁধার আমার ভালো লাগে |
রাতের গভীরে আজ, বঁধুয়ার পরশে
হাজার প্রদীপ যদি জ্বলে,
বঁধুয়ার পরশেতে জ্বলে যাবে এই রাত
রবে অনুরাগে ভালোবাসাতে |
সাজিওনা আমার আকাশ, যেন তারায় তারায়
ভালো লাগে তাইতো এ আঁধার |
আঁধার আমার ভালো লাগে |
তনুতটি সাজিয়ে আগুন বসে আছি
বসে আছি উতল এ মন নিয়ে |
জানি না তো বঁধুয়া মরণ রয়েছে লেখা
ভালোবেসে আজ এ রাতে
সাজিওনা আমার আকাশ যেন তারায় তারায়
ভালো লাগে জ্বলে যেতে বিষের জ্বালায়
আঁধার আমার ভালো লাগে |
তারা দিয়ে সাজিও না আকাশ |

.           *************************

No comments:

Post a Comment