Tuesday 29 May 2018

নিথর জলের বুক ছোঁয়ে

নিথর জলের বুক ছোঁয়ে
তুমি ঢেউ তোলনা বধুঁয়া
মন করে তোলপার আমার নিতুয়া গো
নিথর জলের বুক ছোঁয়ে
তুমি ঢেউ তোলনা বধুঁয়া
মন করে তোলপার আমার নিতুয়া গো
নিথর জলের বুক
Interlude..............
আমি তোমার কে তাতো জানো না
তুমি উদাস কোন সুর যে অচেনা
উদাসীর বাঁশী ডাকে মেঁঘ চোখে বেদনা
অকালে শ্রাবন যেন মেলেছে যে ডানা
আলেয়ার আলো যেন সাঁঝের প্রদীপ নয়
নিথর জলের বুক ছোঁয়ে
তুমি ঢেউ তোলনা বধুঁয়া
মন করে তোলপার আমার নিতুয়া গো
নিথর জলের বুক
Interlude..............
ব্যথার বিষ তুমি খাবে কেন বলো
দুঃখের কাঁটা তুমি চাইবে কেন বলো
ভূলেও সে ভূল যেন করনা গো
জীবন নিয়ে আজ এমন খেলা কেনো
কাঁদে যখন মন কেও তো শুনেনা
নিথর জলের বুক ছোঁয়ে
তুমি ঢেউ তোলনা বধুঁয়া
মন করে তোলপার আমার নিতুয়া গো
নিথর জলের বুক
Interlude..............
ঘর বলো ওগো বাঁধবে কোথায়
লাগল আগুন যে ভাবেরি চিতায়
Interlude..............
ভালোবাসার তুমি জ্বেলোনা আগুন
শপ্নের ছাই দিয়ে লিখনা মাথায়
বালির উপর নাও চলেনাতো বধূয়া
নিথর জলের বুক ছোঁয়ে
তুমি ঢেউ তোলনা বধুঁয়া
মন করে তোলপার আমার নিতুয়া গো
নিথর জলের বুক ছোঁয়ে
তুমি ঢেউ তোলনা বধুঁয়া
মন করে তোলপার আমার নিতুয়া গো
নিথর জলের বুক

No comments:

Post a Comment