Monday 25 June 2018

musical story তে আজ "ও কেন এত সুন্দরী হল.".

Hi বন্ধুরা আমি অনন্ত আপনাদের জন্য নিয়ে এলাম আমাদের পেজ এর এক বিশেষ নিবেদন যার নাম " Musical story " এখানে পাবেন গান নিয়ে অনেক জানা অজানা গল্প, আজ নিয়ে এলাম এক কালজয়ী বাংলা গান কি ভাবে তৈরী হল তার গল্প নিয়ে। আসুন শুরু করা যাক-
এ গল্প সেই সময় কার যখন একটা ট্রেন্ড ছিলো দুর্গা  পুজোর সময় গায়করা এলবাম বের করতেন, যাকে বলা হত পুজোর গান..
তো সে বছর পুজো প্রায় এসেই পড়লো কিন্তু মান্না দে যে পুজো এলবাম বের করবেন তার গানই রেডি হয়নি। কি করা যায়? মান্না দা গেলেন পুলক বন্দ্যোপাধ্যায় এর কাছে এবং কিছু একটা লিখতেই হবে বলে আবদার করলেন। কোনো কারনে পুলক বাবু লিখে উঠতে পারছিলেন না।
তো একদিন মান্না দে একটা পোগ্রাম করতে সিন্ধিয়া নামক এক খনি এলাকায় গেলেন, সাথে ছিলেন পুলক বাবু।
ওই এলাকার কাছাকাছি একটা জায়গায় পুলক বাবুর ভাইরা ভাই গৌরী সাধন মুখার্জী এর বাড়ি। পোগ্রাম শেষে পুলক বাবু গেলেন ভাইরা ভাই এর সাথে দেখা করতে। সাথে ছিলেন মান্না বাবু ও।
অনেক দিন পর যাচ্ছেন, তাই বাড়ি টা ঠিক করে চিন্তে পারছিলেন না, একটা বাড়ির সামনে গাড়ি থামিয়ে পুলক বাবু বললেন "আপনি গাড়িতেই বসুন আমি আগে দেখে আসি, মনে তো হচ্ছে এই বাড়িটাই"।

কিছুখন পর হন্তদন্ত হয়ে ফিরে এলেন গাড়িতে, আর এসেই বললেন " আপনার পুজোর গান রেডি"
মান্না দে তো পুরো অবাক, বললেন " এর মধ্যে কখন গান বানালেন? আমার সামনেই তো আপনি ওই বাড়ি টায় গেলেন, কলিং বেল বাজালেন, কে একজন বেড়িয়ে এসে কি সব যানো বললো আর আপনি ফিরে এলেন, এর মধ্যে গান!!!!

পুলক বাবু জানালেন উনি আসলে ভুল বাড়ি তে গিয়ে ছিলেন, আর সেই বাড়ির কলিং বেল বাজাতে যিনি বেড়িয়ে এলেন তিনি এলো চুলে কাপড় অতি সুন্দর এক রমনী, যাকে দেখা মাত্রই গানের কলি মাথায় এসে গেছে,
গান টা কি আপনারা জানেন?? মান্না দে এর গাওয়া খুব জনপ্রিয় গানের একটা এই গান টা।
সে দিন সেই মহিলা কে দেখ যে লাইন গুলো পুলক বাবু মাথায় প্রথম এসেছিলো সেটা হলো
"সবে যখন আকাশ জুড়ে মেঘ করেছে,
ঝড় ওঠেনি, বাতাস টা তে ঘোর লেগেছে,
ও কেন তখন, উড়িয়ে আঁচল, খোলা চুলে বাইরে এলো?
দেখে তো আমি মুগ্ধ হবই।
আমি তো মানুষ,
ও কেন এত সুন্দরী হল..

বন্ধুরা কেমন লাগলো? কমেন্টট করবেন কিন্তু।
আজ আসি, আবার একই দিনে একই সময় নিয়ে আসবো এমনই কোনো জানা অজানা গল্প। সবাই ভালো থাকবেন।
আমাদের ফেসবুক পেজে আসুন

No comments:

Post a Comment