Tuesday 24 April 2018

ভাল লাগে হাটতে তোর হাত ধরে ভাবনা তোর আসছে দিন রাত ধরে

ভাল লাগে হাটতে তোর হাত ধরে
ভাবনা তোর আসছে দিন রাত ধরে
এলোমেলো মনটাকে, কি করে খেয়ালে রাখি
কেন আমি এত করে তোকে চাই
পারবো না আমি ছাড়তে তোকে
পারবো না আমি ভুলতে তোকে
পারবো না ছেড়ে বাচতে তোকে
হয়ে যা না রাজি একবার ।।
ভাল লাগে চাইলে তুই আড়চোখে
চাইছি তোর ওই দুচোখ আর তোকে ।।
এলোমেলো দিস করে, সারাটা দুপুর ধরে
বসে বসে মুড়ে চলি কল্পনায়
পারবো না আমি ছাড়তে তোকে
পারবো না আমি ভুলতে তোকে
পারবো না ছেড়ে বাচতে তোকে
হয়ে যা না রাজি একবার ।।
দেখা দিয়ে তুই দুরে চলে যাস
কি কারনে বল এত কিছু চাস ।।
আমিও কি চেয়ে বসি তোর কাছে
সাদাসিদে মন করে কি এখন
কি কারনে বল এত উচাটন
আমিও কি চেয়ে বসি তোর কাছে
কথা ছিলো, কথা রাখার, আমায় ডাকার
পারবো না আমি ছাড়তে তোকে
পারবো না আমি ভুলতে তোকে
পারবো না ছেড়ে বাচতে তোকে
হয়ে যা না রাজি একবার ।।

Sunday 15 April 2018

ভাল লাগে হাটতে তোর হাত ধরে ভাবনা তোর আসছে দিন রাত ধরে

ভাল লাগে হাটতে তোর হাত ধরে
ভাবনা তোর আসছে দিন রাত ধরে
এলোমেলো মনটাকে, কি করে খেয়ালে রাখি
কেন আমি এত করে তোকে চাই
পারবো না আমি ছাড়তে তোকে
পারবো না আমি ভুলতে তোকে
পারবো না ছেড়ে বাচতে তোকে
হয়ে যা না রাজি একবার ।।
ভাল লাগে চাইলে তুই আড়চোখে
চাইছি তোর ওই দুচোখ আর তোকে ।।
এলোমেলো দিস করে, সারাটা দুপুর ধরে
বসে বসে মুড়ে চলি কল্পনায়
পারবো না আমি ছাড়তে তোকে
পারবো না আমি ভুলতে তোকে
পারবো না ছেড়ে বাচতে তোকে
হয়ে যা না রাজি একবার ।।
দেখা দিয়ে তুই দুরে চলে যাস
কি কারনে বল এত কিছু চাস ।।
আমিও কি চেয়ে বসি তোর কাছে
সাদাসিদে মন করে কি এখন
কি কারনে বল এত উচাটন
আমিও কি চেয়ে বসি তোর কাছে
কথা ছিলো, কথা রাখার, আমায় ডাকার
পারবো না আমি ছাড়তে তোকে
পারবো না আমি ভুলতে তোকে
পারবো না ছেড়ে বাচতে তোকে
হয়ে যা না রাজি একবার ।।

ও সাথীরে শূন্য মনে কি যে ব্যথা শুধু এই মনই জানে

ও সাথীরে শূন্য মনে
কি যে ব্যথা শুধু এই
মনই জানে ;
এ জীবনে তুমি ছাড়া
পাইনা খুঁজে আমি
বাঁচার মানে,ও সাথীরে।
স্বপ্নের রং মুছে যাই যে কান্নায়
হৃদয়ের হাহাকার এ আমার গান নয়
উ উ স্বপ্নের রং মুছে যাই যে কান্নায়
হৃদয়ের হাহাকার এ আমার গান নয়
কেন তুমি আছ আজও দূরে সরে
চিরদিনই থাকবে এই মন জুড়ে
ভুলবো না আমি জীবনে।
ও সাথীরে শূন্য মনে
কি যে ব্যথা শুধু এই
মনই জানে এ জীবনে
তুমি ছাড়া পাইনা খুঁজে আমি
বাঁচার মানে,ও সাথীরে।
আ আ আ আ আ আ আ আ
আ আ আ আ আ আ আ আ
ঘুম ঘুম রাত্রি চোখে তবু ঘুম নেই
মনে হয় তুমি আছ দু'চোখের সামনে
ও ও ঘুম ঘুম রাত্রি চোখে তবু ঘুম নেই
মনে হয় তুমি আছো দু'চোখের সামনে
প্রেম তবু বলে কবে হবে দেখা
জীবনের পথে লাগে বড়ই একা
দেখা হবে কবে কে জানে।
ও সাথীরে শূন্য মনে
কি যে ব্যথা শুধু এই মনই জানে
এ জীবনে তুমি ছাড়া পাইনা খুঁজে
আমি বাঁচার মানে।
(ছবি-সজনী
শিল্পী-বাবুল সুপ্রিয়)

Chupke Se Koi Aayega

Girl: Chupke Se Koi Aayega
Phir Meri Neend Churayega
Phir Saari Raat Jagayega
Ye Soch Ke Dil Ghabraye Mera
Boy: O Maine Kyoon Pyaar Kiya
Ye Dil Beqaraar Kiya
O Maine Kyoon Pyaar Kiya
Ye Dil Beqaraar Kiya
Girl: Chupke Se Koi Aayega
Phir Meri Neend Churayega
Phir Saari Raat Jagayega
Ye Soch Ke Dil Ghabraye Mera
Boy: O Maine Kyoon Pyaar Kiya
Ye Dil Beqaraar Kiya
O Maine Kyoon Pyaar Kiya
Ye Dil Beqaraar Kiya...
Saanson Mein Ajab Si Pyaas Jagey
Dil Ko Jo Koi Apna Sa Lagey
Girl: Dekhe Ye Zamaana Pyaar Mera
Sach Hota Koi Sapna Sa Lagey
Boy: Na Jaane Kya Chaahat Hai
Ye Dil Ki Jo Haalat Hai
Girl: Guzarti Hai Mujhpe Kya
Kaise Kahoon
Boy: Iqraar Bhi Mushkil Hone Lagaa
Inqaar Bhi Mushkil Hone Lagaa
Abh Chanin Bhi Mera Khoney Lagaa
Ye Soch Ke Dil Ghabraye Mera, Ho
Girl: O Maine Kyoon Pyaar Kiya
Ye Dil Beqaraar Kiya
O Maine Kyoon Pyaar Kiya
Ye Dil Beqaraar Kiya...
Is Dil Mein Chupa Toofan Koi
Niklaa Na Mera Armaan Koi
Boy: Ek Pal Bhi Mujhe Aaram Nahin
Ye Jaan Ke Hai Anjaan Koi
Girl: Deewan Main Ho Jaaon
Khayaloon Mein Kho Jaaon
Boy: Machchalta Hai Dil Mera
Main Kya Karoon
Girl: Betaab Si Lagti Har Dhadkan
Kabh Suljhegi Aakhir Ye Uljhan
Kahin Jaan Na Ley Le Pagal Pan
Ye Soch Ke Dil Ghabraye Mera
Boy: O Maine Kyoon Pyaar Kiya
Ye Dil Beqaraar Kiya
O Maine Kyoon Pyaar Kiya
Ye Dil Beqaraar Kiya
Girl: O, Chupke Se Koi Aayega
Phir Meri Neend Churayega
Phir Saari Raat Jagayega
Ye Soch Ke Dil Ghabraye Mera
Boy/Girl:
O Maine Kyoon Pyaar Kiya
Ye Dil Beqaraar Kiya
(repeat)

বাজেরে বাজে ঢোল আর ঢাক এলো রে পহেলা বৈশাখ।।

বাজেরে বাজে ঢোল আর ঢাক
এলো রে পহেলা বৈশাখ।।
আজ কৃষ্ণচুড়ার ডালে
লেগেছে ডালে ডালে
সেই রঙ হৃদয়ে ছড়াক

বাতাসে ছড়াল সুগন্ধ
এ মনে এনে দিল ছন্দ
সেই ছন্দে ছন্দে সুখে আনন্দে
সব ব্যথা ধুয়ে মুছে যাক ।।

জেগেছে আজ সারা দেশটা
প্রাণেরই মেলাতে সে রেশটা
আজ বলছে মন তো – মনে আনন্দ
এই আশা ভালবাসা থাক

বাজেরে বাজে ঢোল আর ঢাক
এলো রে পহেলা বৈশাখ।।
আজ কৃষ্ণচুড়ার ডালে
লেগেছে ডালে ডালে
সেই রঙ হৃদয়ে ছড়াক

Wednesday 11 April 2018

Ghar se nikalte hi

https://youtu.be/guCirvYbqz4
★★★
Ghar se nikalte hi
Kuch door chalte hi
Raste mein hai uska ghar

Pehli dafaa maine
Jab usko dekha to
Saansein gayi yeh thehar

Rehti hai dil mein mere
Kaise bataaun usey
Main toh nahi keh sakaa
Koi bataa de usey

Ghar se nikalte hi
Kuch door chalte hi
Raste mein hai uska ghar

Uski gali mein hai dhali
Kitni hi shaamein meri
Dekhe kabhi woh jo mujhe
Khush hoon main itne mein hi

Maine tareeke sau aazmaaye
Jaake usey na kuch bol paye
Baithe rahe hum raat bhar

Jo paas jaata hoon
Sab bhool jaata hoon
Milti hai jab yeh nazar

Ghar se nikalte hi
Kuch door chalte hi
Raste mein hai uska ghar

Kal jo miley woh raahon mein
Toh main usey rok loon
Uske dil mein kya hai chhipa
Ik baar main poochh loon

Par ab wahaan woh rehti nahi hai
Maine suna hai woh jaa chuki hai
Khaali pada hai yeh shehar…

Main phir bhi jaata hoon
Sab dohraata hoon
Shayad miley kuch khabar

Ghar se nikalte hi
Kuch door chalte hi
Raste mein hai uska ghar

মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে লিরিক্স

মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে
স্মৃতি যেন আমার এ হৃদয়ে বেদনার রঙ্গে রঙ্গে ছবি আঁকে।

মনে পড়ে যায়, মনে পড়ে যায়
মনে পড়ে যায় সেই প্রথম দেখার স্মৃতি
মনে পড়ে যায় সেই হৃদয় দেবার তিথি
দুজনার দুটি পথ মিশে গেল এক হয়ে নতুন পথের বাঁকে।।

সে এক নতুন দেশে দিনগুলি ছিল যে মুখর কত গানে
সেই সুর কাঁদে আজি আমার প্রাণে
ভেঙ্গে গেছে হায়, ভেঙ্গে গেছে হায়
ভেঙ্গে গেছে আজ সেই মধুর মিলন মেলা
ভেঙ্গে গেছে আজ সেই হাসি আর রঙ্গের খেলা
কোথায় কখন কবে কোন তাঁরা ঝরে গেল
আকাশ কি মনে রাখে।।

আমাদের fb পেজ এ আসুন এখানে click  করে

Tuesday 10 April 2018

আজ আবার সেই পথে দেখা হয়ে গেল

আজ আবার সেই পথে দেখা হয়ে গেল
কত সুর কত গান মনে পড়ে গেল
বলো ভালো আছো তো.?
বলো ভালো আছো তো.?
ক’দিন আগে এমন হলে
ক’টা দিন আরো বেশী পেতাম
আরো আকাশ আরো বাতাস
লিখে দিত তোমার নাম
শুধু আমি নয় ওরা সবাই
ডেকে ডেকে বলে বলে যেতো
বলো ভালো আছো তো… বলো ভালো আছো তো ।।
জানি তোমায় আপন ভাবার
কোন অধিকার নেই যে এবার
এ ও জানি দেখা হওয়াই
কত বড় ভাগ্য আমার
শুধু বলো আজ আমায় ভুলে
সুখী তুমি হয়েছো কত
বলো ভালো আছো তো… বলো ভালো আছো তো

fb তে আসুন আমাদের পেজ এ

খুজেছি তোকে রাত বেরাতে, জলেনি আলো স্বপ্নে।

খুজেছি তোকে রাত বেরাতে, জলেনি আলো স্বপ্নে।
লুকিয়ে চিঠি তোকে লেখা, তুলে রেখেছি যত্নে।
মনের অলি গলি, হয়ে কেন পালালি।
রাতেও মরিচিকা দেখছি একা একা।
গিয়েছে ঘুম উড়ে, বুক পুড়ে, ছাই উড়ে ।
ট্রালা লা লালা লা।
ও হো হো হো .....
ও হো হো হো ......
ও হো হো হো.....
ও হো হো হোওওওওওও।
খেয়ালে খোয়াবে ভরা নৌকো ভাসে যদি।
ভোরের তরীতে চড়ে কাল কেউ আসে যদি।
খেয়ালে খোয়াবে ভরা নৌকো ভাসে যদি।
ভোরের তরীতে চড়ে কাল কেউ আসে যদি।
মনের অলি গলি, হয়ে কেন পালালি।
রাতেও মরিচিকা দেখছি একা একা।
গিয়েছে ঘুম উড়ে, বুক পুড়ে, ছাই উড়ে ।
ট্রালা লা লালা লা।
ও হো হো হো .....
ও হো হো হো ......
ও হো হো হো.....
ও হো হো হোওওওওওও।
ধোয়াটে কুয়াশা ভরা রাস্তার মাঝখানে...........
কেন যে দাড়িয়ে প্রেম হাতরাস কে যানে.....
ও ধোয়াটে কুয়াশা ভরা রাস্তার মাঝখানে...........
কেন যে দাড়িয়ে প্রেম হাতরাস কে যানে.....
মনের অলি গলি, হয়ে কেন পালালি।
রাতেও মরিচিকা দেখছি একা একা।
গিয়েছে ঘুম উড়ে, বুক পুড়ে, ছাই উড়ে ।
ট্রালা লা লালা লা।
ও হো হো হো .....
ও হো হো হো ......
ও হো হো হো.....
ও হো হো হোওওওওওও।
খুজেছি তোকে রাত বেরাতে, জলেনি আলো স্বপ্নে।
লুকিয়ে চিঠি তোকে লেখা, তুলে রেখেছি যত্নে।
মনের অলি গলি, হয়ে কেন পালালি।
রাতেও মরিচিকা দেখছি একা একা।
গিয়েছে ঘুম উড়ে, বুক পুড়ে, ছাই উড়ে ।
ট্রালা লা লালা লা।
ও হো হো হো .....
ও হো হো হো ......
ও হো হো হো.....
ও হো হো হোওওওওওও।

#আরও লিরিক্স পেতে আমাদের fb page এ আসুন এখানে click করে

Monday 9 April 2018

আমি যে জলসা ঘরে বেলোয়ারী ঝাড়

আমি যে জলসা ঘরে বেলোয়ারী ঝাড়
নিশি ফুরালে কেহ চায়না আমায় জানি গো আর।।

আমি যে আতর ওগো আতরদানি ভরা
আমারি কাজ হল যে গন্ধে খুশী করা
কে তারে রাখে মনে ফুরালে হায় গন্ধ যে তার।।

হায় গো কিযে আগুন জ্বলে বুকের মাঝে
বুঝেও তবু বলতে পারিনা যে
আলেয়ার পিছে আমি মিছেই ছুটে যাই বারে বার।।

তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি lyric

নাম জানি না তোর
আর রাত জানিনা ভোর
মন যায় রে চলে যায়
প্রেম যা নিয়ে
হাল মেলাবি আয়
দিনকাল মেলাবি আয়
মন ফিরবে নারে আজ
তোকে না নিয়ে
*♪♪**♪♪ ♪♪ ♪♪ ♪♪ **♪♪*
*♪♪**♪♪ ♪♪ ♪♪ ♪♪ **♪♪*
তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি
তোর ইশারায় আমি মরে যেতেও রাজি
তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি
তোর ইশারায় আমি মরে যেতেও রাজি
কিছুটা সায় দিয়ে যা তুই
আলো আমায় দিয়ে যা তুই
পারিনা থাকতে একা আর
কোনো উপায় দিয়ে যা তুই
তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি
তোর ইশারায় আমি মরে যেতেও রাজি
*♪♪**♪♪ ♪♪ ♪♪ ♪♪ **♪♪*
*♪♪**♪♪ ♪♪ ♪♪ ♪♪ **♪♪*
*♪♪**♪♪ ♪♪ ♪♪ ♪♪ **♪♪*
*♪♪**♪♪ ♪♪ ♪♪ ♪♪ **♪♪*
জানাশোনা নেই অজান্তেই এসেছে অন্য কে
আমাকে মনের অরণ্যে ঠিকানা চিনতে দে
জানাশোনা নেই অজান্তেই এসেছে অন্য কে
আমাকে মনের অরণ্যে ঠিকানা চিনতে দে
আর কি বোঝাবো বল
বলছে ফুলের দল, তুই আমারি
আর কি কারণ চাস
বলছে বন্ধু বাতাস, তুই আমারি
তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি
তোর ইশারায় আমি মরে যেতেও রাজি
*♪♪**♪♪ ♪♪ ♪♪ ♪♪ **♪♪*
*♪♪**♪♪ ♪♪ ♪♪ ♪♪ **♪♪*
*♪♪**♪♪ ♪♪ ♪♪ ♪♪ **♪♪*
*♪♪**♪♪ ♪♪ ♪♪ ♪♪ **♪♪*
বাড়াবাড়ি মন জ্বালাতন করছে যখনি
আমি কোনো আর চেস্টার সীমানা রাখিনি
বাড়াবাড়ি মন জ্বালাতন করছে যখনি
আমি কোনো আর চেস্টার সীমানা রাখিনি
আর কি বোঝাবো বল
বলছে ফুলের দল তুই আমারি
আর কি কারণ চাস
বলছে বন্ধু বাতাস তুই আমারি
তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি
তোর ইশারায় আমি মরে যেতেও রাজি

Tomay Amay Mile song lyrics

Mon thak arale, Majhe majhe chute asha
Jani haath barale dhora debe valobasha
Tui poth cheno, Pashe achi jeno
Amakeo songeey nile..
Theke.. Jabo.. Tomay Amay Mile
Theke.. Jabo.. Tomay Amay Mile
Jotodur jay chokh, Pashe achi ami tomar
Aaj noy, Kal hok, Kete jabe e andhokar
Tumi abhimani, Hete jabe jani
Samner sei michiley..
Theke.. Jabo.. Tomay Amay Mile
Theke.. Jabo.. Tomay Amay Mile
♪♪**♪♪**♪♪**♪♪**♪♪
♪♪**♪♪**♪♪**♪♪**♪♪
Ghume roj ashe je, Samne ki asbe na se
Swapner se manush, Sotti ki thakbe pase [x2]
Jodi pase thako, Haate haat rakho
Sobh pabo vorsha dile..
Theke.. Jabo.. Tomay Amay Mile
Theke.. Jabo.. Tomay Amay Mile

Friday 6 April 2018

ও আমার ছোট্ট পাখি চন্দনা,

কথা- পবিত্র মিত্র
সুর- নচিকেতা ঘোষ
শিল্পী- আলপনা বন্দ্যোপাধ্যায়

ও আমার ছোট্ট পাখি চন্দনা,
একটি শিসে জাগিয়ে গেল, লাগছে তাও মন্দ না  ||
ছোট্ট চাঁপার কলি শোনো,
আমার এ মন জাগিয়ে গেল, সে শুধু তার গন্ধ না ||
ছোট্ট দিঘির কোলে কোলে
ছোট্ট শালুক দোদুল দোলে---
তারও চলে রাত্রি জেগে দূরে চাঁদের বন্দনা ||
ছোট্ট দু’টি  কথা ভরা মুখরতা----
আমার এ মন মাতিয়ে গেল, সে শুধু তার ছন্দ না ||

.           *************************

Jaaneman Chupke Chupke, Saari Duniya Se Chhupke

Jaaneman Chupke Chupke, Saari Duniya Se Chhupke
Tumne Aisi Baat Kahi Dil Mera Kho Gaya
Na Jaane Kab Pyaar Ho Gaya, Sanam Ikraar Ho Gaya
Na Jaane Kab Pyaar Ho Gaya, Sanam Ikraar Ho Gaya
Jaaneman Chupke Chupke, Saari Duniya Se Chhupke
Jaaneman Chupke Chupke, Saari Duniya Se Chhupke
Tumne Aisi Baat Kahi Dil Mera Kho Gaya
Na Jaane Kab Pyaar Ho Gaya, Sanam Ikraar Ho Gaya
Na Jaane Kab Pyaar Ho Gaya, Sanam Ikraar Ho Gaya
Teri Har Muskaan Mein Na Jaane Kaisa Jaadu Hai
Teri Har Muskaan Mein Na Jaane Kaisa Jaadu Hai
Bin Dekhe Hi Dilbar Tera Yeh Aashiq Beqaabu Hai
Main Bhi Tujhe Pal Pal Mehsoos Karti Hoon
Main Bhi Tujhe Pal Pal Mehsoos Karti Hoon
Teri Kasam
Is Mausam Ki Baahon Mein, Anjaani In Raahon Mein
Is Mausam Ki Baahon Mein, Anjaani In Raahon Mein
Tumne Aisi Baat Kahi Dil Mera Kho Gaya
Na Jaane Kab Pyaar Ho Gaya, Sanam Ikraar Ho Gaya
Na Jaane Kab Pyaar Ho Gaya, Sanam Ikraar Ho Gaya
Tere Hi Baare Mein Dilbar Maine Subh-O-Shaam Likha
Tere Hi Baare Mein Dilbar Maine Subh-O-Shaam Likha
Har Dhadkan Pe Bechaini Mein Maine Tera Naam Likha
Main Jee Nahin Sakta Hoke Judaa Tujhse
Main Jee Nahin Sakta Hoke Judaa Tujhse
Jaan-E-Vafa
Gulshan Mein Veeraanon Mein, Aake Mere Kaanon Mein
Gulshan Mein Veeraanon Mein, Aake Mere Kaanon Mein
Tumne Aisi Baat Kahi Dil Mera Kho Gaya
Na Jaane Kab Pyaar Ho Gaya, Sanam Ikraar Ho Gaya
Na Jaane Kab Pyaar Ho Gaya, Sanam Ikraar Ho Gaya
Jaaneman Chupke Chupke, Saari Duniya Se Chhupke
Arre Jaaneman Chupke Chupke, Saari Duniya Se Chhupke
Tumne Aisi Baat Kahi Dil Mera Kho Gaya
Na Jaane Kab Pyaar Ho Gaya, Sanam Ikraar Ho Gaya
Na Jaane Kab Pyaar Ho Gaya, Sanam Ikraar Ho Gaya.

Yaha click kar k hamare fb page par aao

Maine tujhko dekha Teri ore dil phenka

Maine tujhko dekha
Teri ore dil phenka
Pari tu heaven ki
Kehna hai nazron ka

Maine tujhko dekha
Teri ore dil phenka
Pari tu heaven ki
Kehna hai nazron ka

Chaand ko complex diya hai
Tere chehre ne
Teri beauty ka nasha hai
Dil ko lagaa chhune

Neend churayi teri
Kisne oh sanam?
Tune.tune.

O.chain churaya tera
Kisne oh sanam?
Tune.tune..
O o o.

Sarfira hai tu
Piche pada hai kyun
Iss route ki saari line
Toh vyast padi hain

Lada lada nazrein
Udne de khabrein
Control nahi ab hota
Tu mast badi hai aww..

Abhi toh teri zindagi mein
Na koi gham hai
Iske chakkar mein honge
Din raat tere soone

Neend churayi meri, kisne oh sanam?
Tune.tune.
O.Chain churaya tera, kisne oh sanam?
Tune.tune.o o o.

Let's get together baby.

Maine tujhko dekha
Teri ore dil phenka
Pari tu heaven ki
Kehna hai nazron ka

Chaand ko complex diya hai
Tere chehre ne
Teri beauty ka nasha hai
Dil ko lagaa chhune

Neend churayi meri
Kisne oh sanam?
Tune.tune.

Chain churaya tera
Kisne oh sanam?
Tune.tune.
O o o.

Let's get together baby.

yaha click karke aao hamare fb page par

Thursday 5 April 2018

মনে রেখ আমার এই গান,

মনে রেখ আমার এই গান,
শুধু মনে রেখ আমার এই গান,
শুধু মনে রেখ আমার এই গান।
কত যে কথা,মনে লুকোনো,
হয়নি তোমাকে আজও শোনানো।।
বলে যায় আমার এই গান(আজ)।।
মনে রেখ আমার এই গান
শুধু মনে রেখ আমার এই গান।।
তুমি কি জান কেউ
আড়ালে বসে
আড়ালে বসে লা লা
তুমি কি জান কেউ
আড়ালে বসে
তোমাকে জীবন দিয়ে
ভালো সে বাসে।
তার মনের যত কথা,
তার গোপন প্রেমের ব্যথা।।
বলে যায় আমার এই গান(আজ)।।
মনে রেখ আমার এই গান
শুধু মনে রেখ আমার এই গান।।
যদি গো তোমায় বলি,
আমি তার নাম;
তুমি কি বাসবে ভালো,
দেবে তার দাম।।
কত আশায় কাঁদে প্রাণ,
কত নীরব অভিমান।।
বলে যায় আমার এই গান(আজ)।।
মনে রেখ আমার এই গান
শুধু মনে রেখ আমার এই গান।।
কত যে কথা মনে লুকোনো
হয়নি তোমাকে আজও শোনানো।।
বলে যায় আমারএই গান
আজ বলে যায় আমারএই গান
মনে রেখ আমার এই গান
শুধু মনে রেখ আমার এই গান
শুধু মনে রেখ আমার এই গান
আ আ আ

fb te asun amader sathe ekhane click kore

Wednesday 4 April 2018

সেই তুমি কেন এত অচেনা হলে,

সেই তুমি কেন এত অচেনা হলে,
সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম,
কেমন করে এত অচেনা হলে তুমি,
কিভাবে এত বদলে গেছি এই আমি,
ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে ----
চল বদলে যাই
তুমি কেন বোঝনা, তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে,
আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে,
তুমি ক্ষমা করে দিও আমায় ।।
কতরাত আমি কেদেছি, বুকের গভীরে কষ্ট নিয়ে
শূন্যতায় ডুবে গেছি আমি, আমাকে তুমি ফিরিয়ে নাও
তুমি কেন বোঝনা, তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে,
আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে,
তুমি ক্ষমা করে দিও আমায় ।।
যতবার ভেবেছি ভুলে যাবো, আরও বেশী মনে পড়ে যায়
ফেলে আসা সেই সব দিনগুলি, ভুলে যেতে আামি পারিনা
তুমি কেন বোঝনা, তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে,
আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে,
তুমি ক্ষমা করে দিও আমায় ।।

Bare Bare dekha hoye jai lyrics

Bare Bare dekha hoye jai
fire fire keno se takay
ghum ashe na din kate na....
kane kane sunchi dine rat
kichu kichu tar kotha hotath
mon pare na bhul bhange na amar...

Bare Bare dekha hoye jai
fire fire keno se takay
ghum ashe na din kate na....
kane kane sunchi dine rat
kichu kichu tar kotha hotath
mon pare na bhul bhange na amar...

keno re emon otha pora hoy buke..
ki karone mon are dubche asukhe......
eki prem? naki elo din kichu na powar..
eki prem? naki elo raat jege katabar...
eki prem? naki elo din kichu na powar..
eki prem? naki elo raat jege katabar...

keno re emon otha pora hoy buke..
ki karone mon are dubche asukhe......
eki prem? naki elo din kichu na powar..
eki prem? naki elo raat jege katabar...
eki prem? naki elo din kichu na powar..
eki prem? naki elo raat jege katabar...

kache pithe ghure gele tui
ami to ar bhabchi ma kichui
lok mani jon mani na r...
chup chupi koto kotha tor
chokhe chokhe kisher eto ghor
tor chownires boro obichar....
keno re emon tall matale ami..
ki karone mon toke bhabche agami....
eki prem? naki elo din kichu na powar
eki prem? naki elo raat jege katabar...
eki prem? naki elo din kichu na powar
eki prem? naki elo raat jege katabar...

দেখেছ কি তাকে ঐ নীল নদীর ধারে লিরিক্স

দেখেছ কি তাকে ঐ নীল নদীর ধারে
বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কি নাম?
জলে ভেজা মাঠে, আকাশে হাত বাড়ায়
মেঘের আড়ালে ভেসে থাকা সেই রঙধনুকে চায়।

দেখেছ কি তাকে ঐ নীল নদীর ধারে
বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কি নাম?
জলে ভেজা মাঠে, আকাশে হাত বাড়ায়
দেখেছ কি তাকে ঐ নীল নদীর ধারে...

মেঘের আড়ালে ভেসে থাকা সেই রঙধনুকে চায়।

দেখেছ কি তাকে ঐ নীল নদীর ধারে...

ঝরা-পাতা উড়ে তাকে ছুঁয়ে বলে, যা, যা রে...
এখানে বড়ই ফিঁকে সব, তুই যা, যা যা...
তাই সে যায়, ছুটে বেড়ায় ধূসর প্রান্তরে
মেঘের গাঁয় হাত বুলায়, রঙধনুকে চায়।

দেখেছ কি তাকে ঐ নীল নদীর ধারে...

আনমনা মেঘ দূরে যায়, কেন? কে জানে?
কিছুতেই তার কাছে ধরা দেয় না
না না...
তবুও তার মেঘে উড়ার অন্তহীন টানে
ভিজে হাওয়ায় পাখিরা গায়, "রঙধনুকে চায়।"

দেখেছ কি তাকে ঐ নীল নদীর ধারে...

জানি একদিন মেঘের ঠিকানা সে পাবে
বলবে পাখিরা, "ওরে মেঘ, তুই গা। গা গা..."
তোর কাছেই আসবে গান, তোর কাছেই যাবে
যারা হারায় রূপকথায়, রঙধনুকে চায়।

দেখেছ কি তাকে ঐ নীল নদীর ধারে
বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কি নাম?
জলে ভেজা মাঠে, আকাশে হাত বাড়ায়
মেঘের আড়ালে ভেসে থাকা সেই রঙধনুকে চায়।

দেখেছ কি তাকে ঐ নীল নদীর ধারে...

Aye jaate hue lamhon lyrics


Aye jaate hue lamhon
Zara thehro, zara thehro
Main bhi to chalta hoon
Zara unse milta hoon
Jo ek baat dil mein hai unse kahoon
To chaloon, to chaloon
Hmm.. hmm..
To chaloon, to chaloon, to chaloon..
To chaloon, to chaloon
Hmm.. hmm..
To chaloon, to chaloon, to chaloon..
Aye jaate hue lamhon
Zara thehro, zara thehro
Unke chehre ki yeh narmiyan
Unki zulfon ki yeh badliyan
Unki aankhon ke roshan diye
Unke hothon ki yeh surkhiyan
Unke chehre ki yeh narmiyan
Unki zulfon ki yeh badliyan
Unki aankhon ke roshan diye
Unke hothon ki yeh surkhiyan..
Sab unke hain jalve
Main chalne se pehle
Saanson mein, aankhon mein
Khwaabon mein, yaadon mein
Aur is dil mein unko chhupa ke rakhoon
To chaloon, to chaloon
Hmm.. hmm..
To chaloon, to chaloon, to chaloon..
Aye jaate hue lamhon
Zara thehro, zara thehro,

Tuesday 3 April 2018

আমাকে খুঁজে দে জল ফড়িং -শিলাজিৎ

তুই চিরদিন তোর দরজা খুলে থাকিস,
অবাধ আনাগোনার হিসেব কেন রাখিস ?
সাক্ষাৎ আলাদিন তোর প্রদীপ
ভরা জিনে,
কেন খুঁজতে যাস আমায়
সাজানো মাগাজিনে ?
ভেজা রেলগাড়ি হয়তো সবুজ ছুঁয়ে ফেলে,
আর সারাটা পথ ভীষণ খামখেয়ালে চলে
তারপর বেরোয় মেঘ আর তারায়
ভরা স্টেশন ,
একটু থামতে চায় প্রেমিকের
ইন্সপিরেশন
তোর এ সকাল ঘুম ভেঙ্গে দিতে পারি
তোর এ বিকেল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি
তোকে আলোর আলপিন দিতে পারি
তোকে বসন্তের দিন দিতে পারি
আমাকে খুঁজে দে জল ফড়িং
ছুঁড়ে ফেলে দে তোর গল্প বলা ঘড়ি,
শূন্যে খুড়োর কল , সব মিথ্যে আহামরি
একটু শুনতে চাই তোর পাঁজর
ভাঙ্গা চিৎকার,
অন্য গানের সুর, তোর অদ্ভুত এ অহংকার
তোর এ সকাল ঘুম ভেঙ্গে দিতে পারি
তোর এ বিকেল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি
তোকে আলোর আলপিন দিতে পারি
তোকে বসন্তের দিন দিতে পারি
আমাকে খুঁজে দে জল ফড়িং…

Monday 2 April 2018

ভালোবাসো তুমি শুনেছে অনেকবার

কথা- পবিত্র মিত্র
সুর ও শিল্পী- শ্যামল মিত্র

ভালোবাসো তুমি শুনেছি অনেকবার,
তবু সেদিনের মতো লাগে নি তো কভু আর ||
সেদিন আমার প্রথম ফাগুন বেলা
মাধবী শাখায় অনেক ফুলের মেলা----
সে ফাগুন আরও এসেছে যে বারে বার ||
তোমার প্রথম প্রেম রয়েছে আমার হৃদয় ভরে,
এ মন ভ্রমর সেথা যায় কেন বলো ওগো তারই তরে ?
সেদিনের সেই প্রথম গানের অলি
এখনও ফোটায় নতুন আশার কলি-----
সে গানের সুরে জেগেছি যে বারে বার ||

.           *************************

আমি তোমার সঙ্গে বেধেছি আমার প্রান

আমি তোমার সঙ্গে বেধেছি আমার প্রাণ সুরের বাঁধনে
তুমি জানো না, আমি তোমারে পেয়েছি অজানা সাধনে।।

সে সাধনায় মিশিয়া যায় বকুল গন্ধ
সে সাধনায় মিলিয়া যায় কবির ছন্দ, তুমি জানো না।

লিখে রেখেছি তোমার নাম, রঙ্গিন ছায়ার আচ্ছাদনে
আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাধনে।।

তোমার অরুপ মূর্তিখানি, ফাল্গুনের আলোতে বসাই আমি, অরূপ মূর্তিখানি,
বাঁশরী বাজায় ললিত বসন্তে, সুদূর দিগন্তে।

সোনার আভায় কাঁপে তব উত্তরী, গানের তানের সে উন্মাদনে
তুমি জানো না, আমি তোমারে পেয়েছি অজানা সাধনে
আমি তোমার সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ সুরের বাঁধনে।।