Monday 2 July 2018

Kabhi Alvida Naa Kehna

Kabhi Alvida Naa Kehna... (3)

Jitni Thi Khushiyaa
Sab Kho Chuki Hai
Bas Ek Gham Hai Ki Jaata Nahi
Samjha Ke Dekha Behla Ke Dekha
Dil Hai Ki Chain Isko Aata Nahi
Aata Nahi
Aasoo Hai Ki Hai Angarai
Aag Hai Ab Aankhon Se Behna
Kabhi Alvida Naa Kehna... (3)

Rut Aa Rahi Hai Rut Jaa Rahi Hai
Dard Ka Mausam Badla Nahi
Rang Yeh Gham Itna Hai Gehra
Sadiyon Main Hoga Halka Nahi
Halka Nahi
Kaun Jaane Kya Hona Hai
Hum Ko Hai Ab Kya Kya Sehna
Kabhi Alvida...
( Kabhi Alvida Naa Kehna )... (2)

Tum Ko Bhi Hai Khabar
Mujhko Bhi Hai Pata
Ho Raha Hai Judaa
Dono Ka Raasta
Dur Jaake Bhi Mujhse Tum Meri Yaadon Main Rehna
( Kabhi Alvida Naa Kehna ) (6)

Dil Diya Hai Jaan Bhi Denge Song lyrics


Mera karma tu mera dharma tu Tera sab kuchh mai mera sab kuchh tu Har karam apna karenge Har karam apna karenge aie watan tere liye Dil diyaa hai jaan bhi denge aie watan tere liye - 2 Har karam apna karenge aie watan tere liye Dil diyaa hai jan bhi denge aie watan tere liye Har karam apna karenge aie watan tere liye Dil diya hai jaan bhi denge aie watan tere liye Tu mera karmaa tu mera dharma tu mera abhimaan hai Aie watan mahboob mere tujhpe dil kurbaan hai - 2 Hum jiyenge aur marenge aie watan tere liye Dil diyaa hai jaan bhi denge aie watan tere liye - 2 Hindu muslim sikh isaayi hum watan hum naam hai - 2 Jo kare inko judaa mazhab nahi ilzaam hai Hum jiyenge aur marenge aie watan tere liye Dil diyaa hai jaan bhi denge aie watan tere liye - 2 Akeli galiyo mein chalakar nafrato ki goliya Loote hai kuch lutere dulhano ki doliyo Lut rahe hai aap wo apne gharo ko loot kar Khelte hai bekhbar apne lahu se goliyaa Hum jiyenge or marenge aie watan tere liye Dil diyaa hai jaan bhi denge aie watan tere liye - 2

Monday 25 June 2018

Assalaam alaikum assalaam Eid ka hai yaaro yeh payaam

Assalaam alaikum assalaam
Eid ka hai yaaro yeh payaam
Hoye assalaam alaikum assalaam
Eid ka hai yaaro yeh payaam
Yeh eid ka tyohaar hai
Khushiyon ka hai tyohaar
Yeh eid ka tyohaar hai
Khushiyon ka hai tyohaar
Na tera hai na mera hai
Yeh sab ka hai tyohaar
Yeh pyaar ka paigaam hai
Yeh pyaar ka paigaam
Mubaarak eid mubaarak
Mubaarak eid mubaarak
Mubaarak eid mubaarak
Mubaarak eid mubaarak
Chaahe voh rehman ho
Ya bhai apna ram
Hindu muslim sikh isaai
Sab ko hai salaam
Chaahe voh rehman ho
Ya bhai apna ram
Hindu muslim sikh isaai
Sab ko hai salaam

Bas pyaar hi aaghaaz ho
Aur pyaar hi anjaam
Khushiyon ke is mausam
Ki kabhi na aaye shyaam

Yeh eid ka tyohaar hai
Khushiyon ka hai tyohaar
Na tera hai na mera hai
Yeh sab ka hai tyohaar
Yeh pyaar ka paigaam hai
Yeh pyaar ka paigaam
Mubaarak eid mubaarak
Mubaarak eid mubaarak
Hoye mubaarak eid mubaarak
Mubaarak eid mubaarak
Ho ho ho ho ho ho ho
Ho ho ho ho ho ho
Ho ho ho ho ho ho ho
Ho ho ho ho ho ho

Mubaarak eid mubaarak
Sabhi ko eid mubaarak
Mubaarak eid mubaarak
Sabhi ko eid mubaarak

Ho jo bhi samjhe pyaar ko
Voh hai sab ka yaar
Pyaar nahin to kuch bhi nahin
Pyaar se hai sansaar

Oye eid da jappi paake yaaro
Rab da shukar manaaye
Oye eid da jappi paake yaaro
Rab da shukar manaaye
Arre tera mera chadke
Yaaro sabno gale lagaaye
Ke main jhooth boliya o
Ke main kufer toliya
O ke main jhooth boliya
Ke main kufer toliya
O ke main jhooth boliya
Ke main kufer toliya

Yeh eid ka tyohaar hai
Khushiyon ka hai tyohaar
Na tera hai na mera hai
Yeh sab ka hai tyohaar

Yeh pyaar ka paigaam hai
Yeh pyaar ka paigaam
Mubaarak eid mubaarak hoye
Mubaarak eid mubaarak
Mubaarak eid mubaarak
Mubaarak eid mubaarak

Assalaam alaikum assalaam
Eid ka hai yaaro yeh payaam
Yeh eid ka tyohaar hai
Khushiyon ka hai tyohaar
Na tera hai na mera hai
Yeh sab ka hai tyohaar
Yeh pyaar ka paigaam hai
Yeh pyaar ka paigaam
Mubaarak eid mubaarak
Mubaarak eid mubaarak
Mubaarak eid mubaarak
Mubaarak eid mubaarak

Mubaarak eid mubaarak
Sabhi ko eid mubaarak
Mubaarak eid mubaarak
Sabhi ko eid mubaarak.

MUBARAK EID MUBARAK LYRICS

MUBARAK EID MUBARAK LYRICS
[Pre-Chorus]
Surma laga-re, aator laga-re...
Surma laga-re, aator laga-re
Akash-e khushir chand utheche

[Hook]
Eid eid eid eid eid esheche
(x4)
Mubarak eid mubarak
(x4)

[Verse 1]
Roja rekhechi, dua korechi, allah-r dorbare
Sehri korechi, iftar serechi bondhur poribare
Are roja rekhechi, dua korechi, allah-r dorbare
Sehri korechi, iftar serechi bondhur poribare

[Pre-Chorus]
Are shemai banare, pulao banare
Shemai banare, pulao banare
Akash-e khushir chand utheche

[Hook]
Eid eid eid eid eid esheche
(x4)

[Verse 2]
Khusir mejaje eid-er namaje jabo masjid-e
Sherwani pore kola-koli kore maatbo dosti-te
Are khusir mejaje eid-er namaje jabo masjid-e
Sherwani pore kola-koli kore maatbo dosti-te

[Pre-Chorus]
DJ baja-re, qawwali baja-re
Are DJ baja-re, qawwali baja-re
Akash-e khushir chand utheche

[Hook]
Eid eid eid eid eid esheche
(x4)
Mubarak eid mubarak
(x4)

"MUBARAK EID MUBARAK" TRACK INFO

Produced By :-Akassh
Written By :-Priyo Chattopadhyay
Vocals :- Akassh
Label :- Jaaz Multimedia & Eskay Music

আমার না যদি থাকে সুর

আমার না যদি থাকে সুর
তোমার আছে তুমি তা দেবে
তোমার গন্ধহারা ফুল
আমার কাছে সুরভি নেবে
এরই নাম প্রেম

জীবনে যা গৌরব হয়
মরণেও নেই পরাজয় ।।
চোখের স্মৃতির মণিদীপ
মনের আলোয় কভু কি নেভে
এরই নাম প্রেম ।।

দুজনেই দুজনাতে মুগ্ধ
দুজনের বুকে কত সুন্দর
দুজনার গীতালীর ছন্দে
তন্ময় দুজনার অন্তর

এর কাছে স্বর্গ-সুধার
বেশী আছে মূল্য কি আর
আমার দেবতা সেও তাই
প্রেমের কাঙাল পেয়েছি ভেবে
এরই নাম প্রেম

fb page e asun

musical story তে আজ "ও কেন এত সুন্দরী হল.".

Hi বন্ধুরা আমি অনন্ত আপনাদের জন্য নিয়ে এলাম আমাদের পেজ এর এক বিশেষ নিবেদন যার নাম " Musical story " এখানে পাবেন গান নিয়ে অনেক জানা অজানা গল্প, আজ নিয়ে এলাম এক কালজয়ী বাংলা গান কি ভাবে তৈরী হল তার গল্প নিয়ে। আসুন শুরু করা যাক-
এ গল্প সেই সময় কার যখন একটা ট্রেন্ড ছিলো দুর্গা  পুজোর সময় গায়করা এলবাম বের করতেন, যাকে বলা হত পুজোর গান..
তো সে বছর পুজো প্রায় এসেই পড়লো কিন্তু মান্না দে যে পুজো এলবাম বের করবেন তার গানই রেডি হয়নি। কি করা যায়? মান্না দা গেলেন পুলক বন্দ্যোপাধ্যায় এর কাছে এবং কিছু একটা লিখতেই হবে বলে আবদার করলেন। কোনো কারনে পুলক বাবু লিখে উঠতে পারছিলেন না।
তো একদিন মান্না দে একটা পোগ্রাম করতে সিন্ধিয়া নামক এক খনি এলাকায় গেলেন, সাথে ছিলেন পুলক বাবু।
ওই এলাকার কাছাকাছি একটা জায়গায় পুলক বাবুর ভাইরা ভাই গৌরী সাধন মুখার্জী এর বাড়ি। পোগ্রাম শেষে পুলক বাবু গেলেন ভাইরা ভাই এর সাথে দেখা করতে। সাথে ছিলেন মান্না বাবু ও।
অনেক দিন পর যাচ্ছেন, তাই বাড়ি টা ঠিক করে চিন্তে পারছিলেন না, একটা বাড়ির সামনে গাড়ি থামিয়ে পুলক বাবু বললেন "আপনি গাড়িতেই বসুন আমি আগে দেখে আসি, মনে তো হচ্ছে এই বাড়িটাই"।

কিছুখন পর হন্তদন্ত হয়ে ফিরে এলেন গাড়িতে, আর এসেই বললেন " আপনার পুজোর গান রেডি"
মান্না দে তো পুরো অবাক, বললেন " এর মধ্যে কখন গান বানালেন? আমার সামনেই তো আপনি ওই বাড়ি টায় গেলেন, কলিং বেল বাজালেন, কে একজন বেড়িয়ে এসে কি সব যানো বললো আর আপনি ফিরে এলেন, এর মধ্যে গান!!!!

পুলক বাবু জানালেন উনি আসলে ভুল বাড়ি তে গিয়ে ছিলেন, আর সেই বাড়ির কলিং বেল বাজাতে যিনি বেড়িয়ে এলেন তিনি এলো চুলে কাপড় অতি সুন্দর এক রমনী, যাকে দেখা মাত্রই গানের কলি মাথায় এসে গেছে,
গান টা কি আপনারা জানেন?? মান্না দে এর গাওয়া খুব জনপ্রিয় গানের একটা এই গান টা।
সে দিন সেই মহিলা কে দেখ যে লাইন গুলো পুলক বাবু মাথায় প্রথম এসেছিলো সেটা হলো
"সবে যখন আকাশ জুড়ে মেঘ করেছে,
ঝড় ওঠেনি, বাতাস টা তে ঘোর লেগেছে,
ও কেন তখন, উড়িয়ে আঁচল, খোলা চুলে বাইরে এলো?
দেখে তো আমি মুগ্ধ হবই।
আমি তো মানুষ,
ও কেন এত সুন্দরী হল..

বন্ধুরা কেমন লাগলো? কমেন্টট করবেন কিন্তু।
আজ আসি, আবার একই দিনে একই সময় নিয়ে আসবো এমনই কোনো জানা অজানা গল্প। সবাই ভালো থাকবেন।
আমাদের ফেসবুক পেজে আসুন

nir choto khoti nei | নীড় ছোটো ক্ষতি নেই

নীড় ছোট ক্ষতি নেই,
আকাশ তো বড়।
নীড় ছোট ক্ষতি নেই,
আকাশ তো বড়।
হে মন বলাকা, মোর
অজানার আহবানে
চঞ্চল পাখা মেলে ধরো ।
নীড় ছোট ক্ষতি নেই,
আকাশ তো বড়।

চাঁদেরও আখরে ঐ
আকাশেরও গা’য়
চাঁদেরও আখরে ঐ
আকাশেরও গা’য়
যেন পালক লেখনি তব
প্রেমেরও কবিতা লিখে যায়।
সুদুর পিয়াসী পাখা
কাঁপে থর থর ।
হে মন বলাকা, মোর
অজানার আহবানে
চঞ্চল পাখা মেলে ধরো ।
নীড় ছোট ক্ষতি নেই,
আকাশ তো বড় ।

মেঘ রোদ সব বাধা পার হয়ে যাও।
তব ঐ দুটি ভীরু চোখে
ভূবনেরে নাও ভরে নাও ।
তাই দিয়ে আপনারে সুন্দর কর।
হে মন বলাকা, মোর
অজানার আহবানে
চঞ্চল পাখা মেলে ধরো।
নীড় ছোট ক্ষতি নেই,
আকাশ তো বড়।
হে মন বলাকা, মোর
অজানার আহবানে
চঞ্চল পাখা মেলে ধরো।
নীড় ছোট ক্ষতি নেই,
আকাশ তো বড়।

www.facebook.com/ganermajhetumi

বহুদূর থেকে এ কথা

বহুদূর থেকে এ কথা
ছবি-হীরক জয়ন্তী
শিল্পী-কিশোর কুমার
বহুদূর থেকে এ কথা,
দিতে এলাম উপহার।।
বহুদূর থেকে এ কথা
দিতে এলাম উপহার
তুমি যে আমার,
ওগো তুমি যে আমার
আ হা আ হা হা
আমার দু'চোখে জ্বালো,
তুমি যে নতুন আলো।।
যে দিকে তাকাই,
আমি দেখি তাই
তোমাকেই শুধু বারে বার।
বহুদূর থেকে এ কথা
দিতে এলাম উপহার
তুমি যে আমার,
ওগো তুমি যে আমার।
হো হো ও হো হো হো
আমার মাটির ভূমি,
স্বর্গ করেছ তুমি।।
ভরে গেল মন
ভরল জীবন
চাই না তো কিছু আর।
বহুদূর থেকে এ কথা
দিতে এলাম উপহার
তুমি যে আমার,
ওগো তুমি যে আমার।
হো হো ও হো হো হো হো
এ এ আ আ আ ও এ এ

www.facebook.com/ganermajhetumi

Khola khuli bolte gele/খোলাখুলি বলতে গেলে lyrics

খোলাখুলি বলতে গেলে ,
পরে গেছি তোর কবলে ,
তলিয়েছে মন , ভীষণ রকম ,অথৈ জলে ! - [ ২ বার ]

সাঁতার কেটেছি , ঘুমিয়ে হেঁটেছি ,
এতটা ডুবেছি , তোরি তো কারণে ,
তোকে ভালো বাসতে গিয়ে ... !

খোলাখুলি বলতে গেলে ,
পরে গেছি তোর কবলে ,
তলিয়েছে মন , ভীষণ রকম ,অথৈ জলে ! - [ ২ বার ]

কপাল গুনে , পেয়েছি তোকে সেই সব দিনে ,
যখন খালি বৃষ্টি ছাড়া , ছিলনা উপায় !

হো ... ও... একসাথে চল ,
পেরিয়ে যাবো জমানো জল ,
পথের ধারে পা ডুবিয়ে ,
কোথায় কোথায় .... !

সাঁতার কেটেছি , ঘুমিয়ে হেঁটেছি ,
এতটা ডুবেছি , তোরি তো কারণে ,
তোকে ভালো বাসতে গিয়ে ... !

খোলাখুলি বলতে গেলে ,
পরে গেছি তোর কবলে ,
তলিয়েছে মন,ভীষণ রকম ,অথৈ জলে !

বলা কওয়া,পেরিয়ে গেছি ধরা ছোঁয়ার ,
বাইরে এসে ধরা দে তুই , চুপটি করে !
ও... নিঝুম রাতের , জোছনা হয়ে আমার হাতে ,
পরে যায় সে নিজের মতন ,আমার ঘরে ...
সাঁতার কেটেছি , ঘুমিয়ে হেঁটেছি ,
এতটা ডুবেছি , তোরি তো কারণে ,
তোকে ভালো বাসতে গিয়ে ... !

খোলাখুলি বলতে গেলে ,
পরে গেছি তোর কবলে ,
তলিয়েছে মন,ভীষণ রকম ,অথৈ জলে !

খোলাখুলি বলতে গেলে ,
পরে গেছি তোর কবলে ,
তলিয়েছে মন , ভীষণ রকম ,অথৈ জলে ! - [ ২ বার ]

সাঁতার কেটেছি , ঘুমিয়ে হেঁটেছি ,
এতটা ডুবেছি , তোরি তো কারণে ,
তোকে ভালো বাসতে গিয়ে ... !

খোলাখুলি বলতে গেলে ,
পরে গেছি তোর কবলে ,
তলিয়েছে মন , ভীষণ রকম ,অথৈ জলে ! - [ ২ বার ]

কপাল গুনে , পেয়েছি তোকে সেই সব দিনে ,
যখন খালি বৃষ্টি ছাড়া , ছিলনা উপায় !

হো ... ও... একসাথে চল ,
পেরিয়ে যাবো জমানো জল ,
পথের ধারে পা ডুবিয়ে ,
কোথায় কোথায় .... !

সাঁতার কেটেছি , ঘুমিয়ে হেঁটেছি ,
এতটা ডুবেছি , তোরি তো কারণে ,
তোকে ভালো বাসতে গিয়ে ... !

খোলাখুলি বলতে গেলে ,
পরে গেছি তোর কবলে ,
তলিয়েছে মন,ভীষণ রকম ,অথৈ জলে !

বলা কওয়া,পেরিয়ে গেছি ধরা ছোঁয়ার ,
বাইরে এসে ধরা দে তুই , চুপটি করে !
ও... নিঝুম রাতের , জোছনা হয়ে আমার হাতে ,
পরে যায় সে নিজের মতন ,আমার ঘরে ...
সাঁতার কেটেছি , ঘুমিয়ে হেঁটেছি ,
এতটা ডুবেছি , তোরি তো কারণে ,
তোকে ভালো বাসতে গিয়ে ... !

খোলাখুলি বলতে গেলে ,
পরে গেছি তোর কবলে ,
তলিয়েছে মন,ভীষণ রকম ,অথৈ জলে !

Wednesday 13 June 2018

আকাশ এত মেঘলা

আকাশ এতো মেঘলা যেও নাকো একলা
এখনি নামবে অন্ধকার
ঝড়ের জল-তরঙ্গে নাচবে নটি রঙ্গে
ভয় আছে পথ হারাবার ।।

গল্প করার এইতো দিন
মেঘ কালো হোক মন রঙিন ।।
সময় দিয়ে হৃদয়টাকে বাঁধবো নাকো আর

আকাশ এতো মেঘলা যেও নাকো একলা
এখনি নামবে অন্ধকার
ঝড়ের জল-তরঙ্গে নাচবে নটি রঙ্গে
ভয় আছে পথ হারাবার ।

আঁধারো ছায়াতে চেয়েছি হারাতে
দু’বাহু বাড়াতে তোমারি কাছে ।।
যাক না এমন এইতো বেশ
হয় যদি হোক গল্প শেষ ।।
পূর্ন হৃদয় ভুলবে সেদিন সময় শূন্যতার ।

আকাশ এতো মেঘলা যেও নাকো একলা
এখনি নামবে অন্ধকার
ঝড়ের জল-তরঙ্গে নাচবে নটি রঙ্গে
ভয় আছে পথ হারাবার

আজ তবে এইটুকু থাক

আজ–তবে এইটুকু থাক।
বাকি কথা পরে হবে।
ধূসর ধূলির পথ–
ভেঙে পড়ে আছে রথ–
বহুদূর– দূর যেতে হবে।
আজ তবে এইটুকু থাক?
বাকি কথা পরে হবে–
সবুজ সবুজে মেশা নীল নীলিমায়–
পাবে না আমায়।
গোধুলীর ছায়াপথে
খুঁজো না আমায়।
সবুজ সবুজে মেশা নীল নীলিমায়–
পাবে না আমায়।
গোধুলীর ছায়াপথে
খুঁজো না আমায়।
শরতের কোন এক নাম না জানা গাঁয়
শিউলীর ফুল যেথা
ঝরে ঝরে যায়–
কিশোরী মনের মত–
দু’টি চোখে অবনত–
না গাওয়া যে গান হয়ে রবে…
আজ তবে এইটুকু থাক?
বাকি কথা পরে হবে।
তখন অন্য মন অন্য আশা,
অন্য ভাষা।
জানি না কি রূপ নেবে ভালবাসা।
তখন অন্য মন অন্য আশা,
অন্য ভাষা।
জানি না কি রূপ নেবে ভালবাসা।
তুমি যদি মনে মনে মগ্ন হয়ে–
ফুলের শিশু হয়ে রও ঘুমিয়ে।
আমি সূর্যের হয়ে তোমাকেই যাব ছুঁয়ে–
সে কথা কি ভুল হয়ে যাবে?
আজ তবে এইটুকু থাক?
বাকি কথা পরে হবে।

Sunday 3 June 2018

শুভ জন্মদিন বালাসুব্রমনিয়াম

বালাসুব্রমনিয়াম ভারতের অন্ধ্রপ্রদেশের নাগরি চিচিতুর জেলার একটি তেলুগু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। 4th jun 1946. বালাসুবব্রামানিয়ামের পিতা ছিলেন হরিকাত শিল্পী যিনি নাটকগুলিতে অভিনয় করতেন। তার দুই ভাই এবং পাঁচটি বোন রয়েছে, সহ গায়ক এসপি সিলাজা

বালাসুবব্রমন্যিম বাল্যবিবাহের প্রারম্ভিক যুগে সংগীত প্রতি আগ্রহ প্রকাশ করেন, নাটকগুলি অধ্যয়ন করেন এবং সঙ্গীত শিখে থাকেন। প্রকৌশলী হওয়ার জন্য তিনি প্রকৌশলী অনিতাপুরের জেটিটিউ কলেজে ভর্তি হন। টাইফয়েডের কারণে তিনি তার পড়াশোনা বন্ধ করে দিয়েছিলেন এবং ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, চেন্নাইয়ের সহযোগী সদস্য হিসেবে যোগদান করেছিলেন।

তিনি তাঁর ইঞ্জিনিয়ারিং স্টাডিজের সময় সঙ্গীত অনুসরণ করেন এবং গানে প্রতিযোগিতায় পুরস্কার লাভ করেন। 1964 সালে, তিনি মাদ্রাজ-ভিত্তিক তেলেগু সাংস্কৃতিক সংগঠনের আয়োজিত অপেশাদার গায়কদের জন্য একটি সঙ্গীত প্রতিযোগিতায় প্রথম পুরস্কার জিতেছেন। তিনি অঞ্ফতার (হারমোনিয়াম), ইলিয়াহারাজ (গিটার এবং পরবর্তীতে হারমোনিয়াম), বাক্কার (পিকসেশন) এবং গঙ্গাই অমরান (গিটার) নিয়ে গঠিত একটি হালকা মিউজিক ট্রুপের নেতা ছিলেন।  তিনি একটি গায়ক প্রতিযোগিতায় সেরা গায়ক হিসাবে নির্বাচিত হন, যার মধ্যে এসপি কোডডাপানি ও ঘন্থশালার বিচার ছিল। বেশিরভাগ সময় সুযোগ সন্ধানের জন্য সংগীত সংগীত সংগীতের জন্য তাঁর প্রথম অডিশন গান ছিল "নিলভ এনিনিডম নেরুঙ্গ্যাধে"। এটি  প্লেব্যাক গায়ক পি.বি. শ্রীনিবাসের দ্বারা উপস্থাপিত হয়েছিল, যিনি তেলেগু , তামিল , হিন্দি , কন্নড় , মালায়লাম , সংস্কৃত , ইংরেজী  ও উর্দুতে বহুভাষিক আয়াত লিখেছিলেন এবং তাকে দিয়েছিলেন।

তিনি কোন গায়ক দ্বারা একক দিনে সবচেয়ে বেশি গান রের্কড এর বিরল নজির গড়েছেন(পরে সেটি কুমার শানু ভেঙে দেন)। তিনি কনফারেন্সের উপেন্দ্র কুমারের জন্য 21 টি গান রেকর্ড করেছেন, 8 ফেব্রুয়ারি, 1981 সালে 9 টা থেকে রাত 9 টা পর্যন্ত, এবং তামিল ভাষায় 19 টি, হিন্দিতে 16 টি গান এক উল্লেখযোগ্য সাফল্য এবং একটি রেকর্ড। ।  তিনি একটি ক্রমবর্ধমান পেশা প্রতিষ্ঠা। তার কথায় "এমন দিন ছিল যখন আমি 15-20 টি গান রেকর্ড করতাম,

তিনি চলচ্চিত্র স্কোরের সর্বাধিক সংখ্যক রেকর্ড করার  জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের সাথে সম্মানিত।  ২01২ সালে তিনি ভারতীয় চলচ্চিত্রে তাঁর অবদানের জন্য রাজ্য নন্দামুড়ি তারক রাম রাও জাতীয় পুরস্কার পান।  2016 সালে, তিনি ভারতীয় চলচ্চিত্র ব্যক্তিত্বের সাথে সম্মানিত হয়েছেন যিনি সিলভার ময়ুর প্যাডেলের অন্তর্ভুক্ত।  তিনি ভারত সরকারের পদ্মশ্রী (২001) এবং পদ্মভূষণ (২011) -এর মতো নাগরিক পুরস্কার লাভ করেন।

Tuesday 29 May 2018

তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার

তুমি ছাড়া কেউ নেই
জীবনে আমার
তোমাকে হারিয়ে দেখি
দু চোখে আধার
তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার
তোমাকে হারিয়ে দেখি
দু চোখে আধার
তুমি ছাড়া
কেউ নেই জীবনে আমার
জানি না তো কবে জে হবে
দু জনের দাখা
পথ চেয়ে দিন যায় আমার
আজ ও একা একা
ওও
তুমি যে আমার ওগো
আমি যে তোমার
তুমি ছাড়া কেউ নেই
জীবনে আমার
তোমাকে হারিয়ে দেখি
দু চখে আধার
তুমি ছাড়া কেউ নেই
জীবনে আমার

তোমার হাসিতে বধু জানি না কি আছে জাদু

তোমার হাসিতে বধু
জানি না কি আছে জাদু
বশ করে রেখেছ আমায়
পথ খুজি পথ যে হারায়
পথ খুজি পথ যে হারায়
তোমার হাসিতে বধু
জানি না কি আছে জাদু
বশ করে রেখেছ আমায়
পথ খুজি পথ যে হারায়
পথ খুজি পথ যে হারায়
আধো খানি চাঁদ ওই সারারাত জাগে
হৃদয়ের ঘরে তারি ছোঁয়া লাগে
এমনো হবে তা বুঝিনি তো আগে
নিজেকে হারাবো আমি এত অনুরাগে হায়...
পথ খুজি পথ যে হারায়
পথ খুজি পথ যে হারায়
তোমার হাসিতে বধু
জানি না কি আছে জাদু
বশ করে রেখেছ আমায়
পথ খুজি পথ যে হারায়
পথ খুজি পথ যে হারায়
সোহাগেরই সুরে বুকে বাজে বীণা
মনে মনে শুনি কানে তো শুনি না
“আধো খানি চাঁদ ওই সারারাত জাগে
কোনো ভালবাসা এসে গেল কিনা হায়...
পথ খুজি পথ যে হারায়
পথ খুজি পথ যে হারায়
তোমার হাসিতে বধু
জানি না কি আছে জাদু
বশ করে রেখেছ আমায়
পথ খুজি পথ যে হারায়
পথ খুজি পথ যে হারায়
পথ খুজি পথ যে হারায়
পথ খুজি পথ যে হারায়

Musical story তে আজ আপনাদের এক খুবই জনপ্রিয় একটা গানের গল্প বলবো,

Hi বন্ধুরা আমি অনন্ত নিয়ে এলাম আমাদের পেজ এর বিশেষ নিবেদন যার নাম "Musical story "
আজ আপনাদের এক খুবই জনপ্রিয় একটা গানের গল্প বলবো,
এখন যেমন সিডি, তার আগে ছিলো গ্রামোফোন আর তার ও আগে রেডিও তে হত লাইভ প্রোগ্রাম
সময় টা ৫০ এর দশক,  সেই সময়ের খুব জনপ্রিয় গায়ক, সুরকার ও গীতিকার মানবেন্দ্র মুখপাধ্যায় এর তিনটি লাইভ প্রোগ্রাম ছিলো একই দিনে আকাশবাণী তে, এখনকার ইডেনগার্ডেন এর আকাশবানী না, সেটা ছিলো ১নং গার্স্টিন প্লেস’ একে ‘১ নং ডাস্টবিন প্লেস’ বলেও অভিহিত করা হয়েছে কখন কখন। প্রোগ্রাম টা একটানা ছিলো না, কিছু টা ছেড়ে ছেড়ে ছিলো, সে দিন মানব বাবু অনুষ্ঠানের ফাঁকের টাইম গুলো তে বোর হবেন ভেবে সাথে নিলেন বন্ধু গীতিকার শ্যামল গুপ্ত কে। অনুষ্ঠানের ফাঁকে একটু আড্ডা দেওয়া যাবে।
রাত ৮:৩০ টায় রাগ প্রধান গানের অনুষ্ঠান শেষ হতেই মানব বাবু শ্যামল বাবু কে বললেন চলো একটু ছাদে ঘুরে আসি, রাত ১০:৪৫ এ মানব বাবুর আধুনিক বাংলা গানের অনুষ্ঠান আছে।
ছাদে গিয়ে আড্ডা দিচ্ছেন গল্প করছেন দুজনে এমন সময় শ্যামল বাবু বললেন দাড়াও একটা নতুন গানেরকলি মাথার মধ্যে ঘুরে বেড়াচ্ছে আগে লিখে নিই, প্রথম কয়েকটা লাইন লিখে মানব বাবু কে দেখালেন, মানব বাবু সেটা পড়ে বাকরুদ্ধ হয়ে গেলেন, কিছুখন চুপ থেকে বললেন অসাধারন লেখা, তুমি আরও কয়েক লাইন লেখো এই গানটা আমি আজকেই গাইতে চাই,
যা কথা তাই কাজ, শ্যামল বাবু লেখায় মন দিলেন আর এদিকে মানব বাবু আগের লেখাটা জন্য সুর করতে লাগলেন, এই ভাবে কিছুটা করে লিখে শ্যামল বাবু খাতার পাতা ছিড়ে দিচ্ছেন আর মানব বাবু সুর করে চলেছেন। রাত প্রায় ৯:২৫ এ দুজনে নেমে এলেন ছাদ থেকে, হাতে তিনটে ছেঁড়া কাগজের টুকরো, দুজনেরই মুখে একটা খুশির আমেজ,
রাত ১০:৩০ টায় স্টুডিও তে ঢুকলেন, কথা ছিলো মানব বাবু দুটি গান গাইবেন, যুক্ত হল তিন নং গানটাও, শ্যামল গুপ্তের কথায় ও মানব বাবুর সুরে ও গানে শেষ হল আকাশবাণী এর তৃতীয় অধিবেশন। স্টুডিয়োর ভেতরে তখন দুজনেরই চোখে জল, সৃষ্টি এত আনন্দের হয়!!
সৃষ্টি হলো বাংলা রোমান্টিক গানে সর্ব কালের সেরা কালেকশন এর অন্যতম সেরা রোমান্টিক গানের,
যা সৃষ্টি হয়েছিল এক ঘন্টার ও কম সময়ে, বাংলা গানের জগতে এক ইতিহাস সৃষ্টি হল ১৯৫৭ সালের ৩০ জুলাই মঙ্গলবার। পরবর্তী কালে গ্রামোফোন কম্পানী তাদের শারদ অর্ঘে এই গানটি কে প্রকাশ করেছিলো।
এই এত পুরানো হয়ে ও আজ ও সবার মনে সমান ভাবে জায়গা করে নিয়েছে, তবে এই গান টা আমার মত আর ও অনেকেই প্রথম বার শুনে কুমার শানু এর গলায়। এবার বলে দেওয়া সময় হয়েছে আসলে কোন গানের কথা বলছিলাম। গানটি হল -

"আমি এত যে তোমায় ভালোবেসেছি তবু মনে হয় এ যানো গো কিছু নয়, কেন আরো ভালোবেসে যেতে পারেনা হৃদয়"
আজ এইটুকুই, আসি তবে, আবার এক musical story নিয়ে হাজির হব ঠিক এই দিনে এই সময়। সবাই ভালো থাকবেন, আর হ্যা কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো বা এই বিশেষ নিবেদন কেমন লাগে।
শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিলে লেখাটা সার্থক হয়েছে ভাববো।
#anANta

Saathi tera pyar pooja hai

Saathi tera pyar pooja hai
Tere siwa kaun mera dooja hai yaar
O saathi ho ho
Ho mitawa ho ho
Saathi tera pyar pooja hai
Tere siva mera dooja hai yaar
Saathi tera pyar pooja hai
Tere siwa kaun mera dooja hai yaar

Kitno dino ke baad ye surat dekhi hai
Ek bhagwan ki tuti murat dekhi hai
Ho kitno dino ke baad ye surat dekhi hai
Ek bhagwan ki tuti murat dekhi hai
Pooja ke ye phool na bikhre
Pyar ki mala tute naa

Saathi tera pyar pooja hai
Tere siva kaun mera dooja hai yaar
Saathi tera pyar pooja hai
Tere siwa kaun mera dooja hai yaar

Kaas tuje mai apni umar ye de paati
Maut agar yun aati mar kar jee jaati
Kaas tuje mai apni umar ye de paati
Maut agar yun aati mar kar jee jaati
Chhute duniya par haatho se haath
Tera ye chhute na

Saathi tera pyar pooja hai
Tere siwa kaun mera dooja hai yaar
O saathi ho ho
Ho mitawa ho ho
Saathi tera pyar pooja hai
Tere siwa kaun mera dooja hai yaar.

নিথর জলের বুক ছোঁয়ে

নিথর জলের বুক ছোঁয়ে
তুমি ঢেউ তোলনা বধুঁয়া
মন করে তোলপার আমার নিতুয়া গো
নিথর জলের বুক ছোঁয়ে
তুমি ঢেউ তোলনা বধুঁয়া
মন করে তোলপার আমার নিতুয়া গো
নিথর জলের বুক
Interlude..............
আমি তোমার কে তাতো জানো না
তুমি উদাস কোন সুর যে অচেনা
উদাসীর বাঁশী ডাকে মেঁঘ চোখে বেদনা
অকালে শ্রাবন যেন মেলেছে যে ডানা
আলেয়ার আলো যেন সাঁঝের প্রদীপ নয়
নিথর জলের বুক ছোঁয়ে
তুমি ঢেউ তোলনা বধুঁয়া
মন করে তোলপার আমার নিতুয়া গো
নিথর জলের বুক
Interlude..............
ব্যথার বিষ তুমি খাবে কেন বলো
দুঃখের কাঁটা তুমি চাইবে কেন বলো
ভূলেও সে ভূল যেন করনা গো
জীবন নিয়ে আজ এমন খেলা কেনো
কাঁদে যখন মন কেও তো শুনেনা
নিথর জলের বুক ছোঁয়ে
তুমি ঢেউ তোলনা বধুঁয়া
মন করে তোলপার আমার নিতুয়া গো
নিথর জলের বুক
Interlude..............
ঘর বলো ওগো বাঁধবে কোথায়
লাগল আগুন যে ভাবেরি চিতায়
Interlude..............
ভালোবাসার তুমি জ্বেলোনা আগুন
শপ্নের ছাই দিয়ে লিখনা মাথায়
বালির উপর নাও চলেনাতো বধূয়া
নিথর জলের বুক ছোঁয়ে
তুমি ঢেউ তোলনা বধুঁয়া
মন করে তোলপার আমার নিতুয়া গো
নিথর জলের বুক ছোঁয়ে
তুমি ঢেউ তোলনা বধুঁয়া
মন করে তোলপার আমার নিতুয়া গো
নিথর জলের বুক

আঁধার আমার ভালো লাগে

থা - মুকুল দত্ত,
সুর - হেমন্ত মুখোপাধ্যায়,
কণ্ঠ - প্রতিমা বন্দ্যোপাধ্যায়

আঁধার আমার ভালো লাগে |
তারা দিয়ে সাজিও না আমার আকাশ |
আঁধার আমার ভালো লাগে |
রাতের গভীরে আজ, বঁধুয়ার পরশে
হাজার প্রদীপ যদি জ্বলে,
বঁধুয়ার পরশেতে জ্বলে যাবে এই রাত
রবে অনুরাগে ভালোবাসাতে |
সাজিওনা আমার আকাশ, যেন তারায় তারায়
ভালো লাগে তাইতো এ আঁধার |
আঁধার আমার ভালো লাগে |
তনুতটি সাজিয়ে আগুন বসে আছি
বসে আছি উতল এ মন নিয়ে |
জানি না তো বঁধুয়া মরণ রয়েছে লেখা
ভালোবেসে আজ এ রাতে
সাজিওনা আমার আকাশ যেন তারায় তারায়
ভালো লাগে জ্বলে যেতে বিষের জ্বালায়
আঁধার আমার ভালো লাগে |
তারা দিয়ে সাজিও না আকাশ |

.           *************************

Musical Story তে আজ তু চিজ বড়ি হ্যায় মাস্ত মাস্ত

hi বন্ধুরা, আমি অনন্ত এসে গেছি আমাদের পেজ এর বিশেষ নিবেদন Musical Story নিয়ে। আজ আপনা দের একটা খুব জনপ্রিয় হিন্দি গান নিয়ে কয়েকটা গল্প বলবো। তো শুরু করা যাক,

গান টা হল ১৯৯৪ সালের হিট ফ্লিম মোহরা এর খুবই জনপ্রিয় গান " তু চিজ বড়ি হ্যায় মস্ত মস্ত"

ফ্লিমের ডাইরেক্টর রাজিভ রাই, প্রডিউসার গুলশন রাই,  আর মিউজিক দিয়েছেন ভিজু সাহা,
story no.1
তো যে গানটার কথা বলছিলাম, আপনারা সবাই নিশ্চই অনেক বার শুনেছেন গানটা আর এটাও জানেন যে গান টা গেয়েছেন উদিত নারায়ন ও কবিতা জি। কিন্তু এটা অনেকেই জানেন না যে এই গান টা কিন্তু প্রথমে কুমার শানু কে দিয়ে গাওয়ানোর কথা ছিলো। মোহরা ফ্লিমের প্রডিউসারের খুব পছন্দের শিল্পী ছিলেন শানু দা, তার খুব ইচ্ছা গানটা শানু গাইবে, শানুর সাথে কথা ও হয়ে ছিলো কিন্তু বাধ সাদলো গানের মিউজিক ডাইরেক্টর ভিজু সাহা, শানু দা কে ভিজু সাহা ও খুব পছন্দ করতেন যদিও তার পর ও উনি সবাই কে বোঝালেন যে এই গানের মিউজিকে একটা ক্লাসিকাল গানের রেস আছে তাই এই গান টা এমন শিল্পী কে দিয়ে গাওয়ানো উচিৎ যিনি ক্লাসিকাল গানের তালিম নিয়েছেন,
আর ঠিক এই ব্যাপার টার জন্যই গান টা শানুদার থেকে উদিত জি গাওয়াটাই বেশি ভালো হবে বুঝে গুলশন জি রাজি হয়ে গেলেন উদিত জি কে দিয়ে গাওয়াতে।

story no. 2
বলিউডে বেশ কিছু অভিনেতা ও অভিনেত্রী আছেন যারা তাদের অভিনিত কোনো বিশেষ একটা গানের মাধ্যমে খুব জনপ্রিয় হয়ে উঠেছেন এবং সেই গান তাকে একটা নতুন নাম দিয়েছে, যেমন মাধুরী জি কে বলা হয়ে থাকে "ধক ধক গার্ল"
এই গানটার কারনে সবাই রাবিনা ট্যান্ডান কে নাম দিলেন "The mast mast girl"

story no.3
জানেন এই গানটার শুটিং এর সময় রাবিনা কিছুখনের জন্য অঞ্জ্যান হয়ে গিয়েছিলেন? হ্যা এটা ঠিক। আসলে এই গানের শুটিং এর আগের দিন রাবিনা তার অন্য একটা ফ্লিমে শুটিং এ ছিলেন যেটার জন্য রাত জাগতে হয়েছিলো আর ডেট না থাকায় সেখান থেকে সরাসরি এই শুটিং এ..
কিন্তু ওনার অভিনয়ের প্রতি dedication দেখুন, আধ ঘন্টার মধ্যে আবার শুটিং শুরু করে দিলেন।
story no. 4
অনেকেই জানেন না এই গানটার শুটিং এ মোট ৮টা ক্যামেরা ব্যাবহার করা হয়ে ছিলো যেটা সেই সময়ের হিসাবে একটা বিরল ঘটনা।

আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন

#anANta