এলো যে মা আমার মা সবার মা দূর্গা মা ঢাকের ঢ্যাং কুরা কুর বাজছে নুপূর এলো যে পূজোর লগন. মায়ের আলতা পায়ের, আলতো ছোঁয়ায় হল যে অকালবোধন. তুমি থাকলে পাশে জীবন হাসে দু’চোখে স্বপ্ন ভাসে খুশীর সুরে মা তুমি যে মা আমার মা সবার মা দূর্গা মা (বল দূর্গা মা কি-জয়)-৩ আ আ ও ও ও আ আ আ আ আ নতুন সাজে নতুন রঙে সেজেছে সবারই মন পূজোর দিনে হাসিগানে কাটবে খুশীতে জীবন মনের আশা এ ভালোবাসা কোনদিনও মুছোনা ওমা সবার প্রানে শক্তি তুমি দশভূজা প্রতিমা.
No comments:
Post a Comment