★★Happy birthday ★★
Anuradha ji
★★★★★★
বাঁধিনি হৃদয় পিঞ্জরে
শিল্পী-অনুরাধা পাড়োয়াল
বাঁধিনি হৃদয় পিঞ্জরে
রেখেছি মুক্ত করে,
যাবি যদি দূরে পাখি
যারে উড়ে;
করবোনা মানা তোরে।।
বাঁধিনি হৃদয় পিঞ্জরে।
মনের আকাশে যবে
ভাসালি ডানা,
সেদিনও আমি তোরে
করিনি মানা।।
সুখ পাখি দুঃখ রাগে
থাকবি কেন
যা যা হৃদয় শূন্য করে
বাঁধিনি হৃদয় পিঞ্জরে
রেখেছি মুক্ত করে,
যাবি যদি দূরে পাখি
যারে উড়ে;
করবনা মানা তোরে।
বাঁধিনি হৃদয় পিঞ্জরে।
নিজের খেয়াল মতো
আসবি যাবি,
এ মন দুয়ার তবু
খোলাই পাবি।।
মেঘলা আকাশে আজ
থাকবি কেন
যা যা হৃদয় শূন্য করে।
বাঁধিনি হৃদয় পিঞ্জরে
রেখেছি মুক্ত করে,
যাবি যদি দূরে পাখি
যারে উড়ে
করবোনা মানা তোরে।
বাঁধিনি হৃদয় পিঞ্জরে
রেখেছি মুক্ত করে,
যাবি যদি দূরে পাখি
যারে উড়ে যারে উড়ে
যারে উড়ে।
Tuesday, 26 September 2017
বাঁধিনি হৃদয় পিঞ্জরে
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment