যদি কিছু আমারে শুধাও
কি যে তোমারে কব?
নীরবে চাহিয়া রব
না বলা কথা বুঝিয়া নাও
যদি কিছু আমারে শুধাও
ওই আকাশ নত
যুগে যুগে সংযত
নীরবতায় অবিরত
কথা বলে গেছে কত
ওই আকাশ নত
যুগে যুগে সংযত
নীরবতায় অবিরত
কথা বলে গেছে কত
তেমনি আমার বানী
সৌরভে কানাকানি
তেমনি আমার বানী
সৌরভে কানাকানি
হয় যদি ভ্রমরা গো
সে ব্যাথা বুঝিয়া নাও
যদি কিছু আমারে শুধাও
কি যে তোমারে কব?
নীরবে চাহিয়া রব
না বলা কথা বুঝিয়া নাও
অন্তরে অন্তরে
যদি কোন মন্তরে বোবা এ প্রাণের ব্যাথা বোঝানো যেত গো তারে
অন্তরে অন্তরে
যদি কোন মন্তরে বোবা এ প্রাণের ব্যাথা বোঝানো যেত গো তারে
কবির কবিতা সবই
তুলি দিয়ে আঁকা ছবি
কিছু নাই তার কাছে
এটুকু বুঝিয়া নাও।
যদি কিছু আমারে শুধাও
কি যে তোমারে কব?
নীরবে চাহিয়া রব
না বলা কথা বুঝিয়া নাও
কথা ও সুর- সলিল চৌধুরী । কণ্ঠ- শ্যামল মিত্র
★anANta★
খুউব ভালো লাগে গান টি।
ReplyDelete