মায়াবী রাতের এই মধু জোৎস্নায় চলোনা হারিয়ে যাই আজ দুজনায়। নির্বাক গল্পের নির্জনতায় আমার এ মন শুধু তোমাকেই চায়। মুগ্ধ এ দুটি চোখ জেগে থাকে পাহাড়ায়, না বলা কথা যদি বলা হয়ে যায়। তোমার চোখের আয়নাটাতে দেখি যে আমায় থেকোনা দূরে সরে তুমি লজ্জ্বায়।
No comments:
Post a Comment