Tuesday, 29 May 2018

তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার

তুমি ছাড়া কেউ নেই
জীবনে আমার
তোমাকে হারিয়ে দেখি
দু চোখে আধার
তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার
তোমাকে হারিয়ে দেখি
দু চোখে আধার
তুমি ছাড়া
কেউ নেই জীবনে আমার
জানি না তো কবে জে হবে
দু জনের দাখা
পথ চেয়ে দিন যায় আমার
আজ ও একা একা
ওও
তুমি যে আমার ওগো
আমি যে তোমার
তুমি ছাড়া কেউ নেই
জীবনে আমার
তোমাকে হারিয়ে দেখি
দু চখে আধার
তুমি ছাড়া কেউ নেই
জীবনে আমার

No comments:

Post a Comment