Tuesday, 29 May 2018

এ জীবনে যারে চেয়েছি,

এ জীবনে যারে চেয়েছি,
আজ আমি তারে পেয়েছি,
তুমি আমার, সেই তুমি আমার
তোমারে খুঁজে পেয়েছি(২)
এ জীবনে যারে চেয়েছি।

তুমি ছিলে না, ছিলো না আশা,
তোমায় পেয়ে, আশা বেঁধেছে বাসা(২)
ফোটালে আমার বুকে সুখের ভাষা।
এ জীবনে যারে চেয়েছি,
আজ আমি তারে পেয়েছি,
তুমি আমার, সেই তুমি আমার,
তোমারে খুঁজে পেয়েছি(২)
এ জীবনে যারে চেয়েছি,
আজ আমি তারে পেয়েছি।

তুমি নয়নে-নয়নে শুধু,
প্রাণের প্রিয় তুমি, রাঙা বধু,
তুমি নয়নে-নয়নে শুধু, ‘
আমি যে তোমার ওগো রাঙা বধু,
করেছো আমায় ওগো, এ কোন যাদু।
এ জীবনে যারে চেয়েছি,
আজ আমি তারে পেয়েছি,
তুমি আমার, সেই তুমি আমার
তোমারে খুঁজে পেয়েছি(২)
এ জীবনে যারে চেয়েছি,
আজ আমি তারে পেয়েছি।

No comments:

Post a Comment