Monday, 16 October 2017

কেন সর্বনাশের নেশা ধরিয়ে তুমি এলে না যে

কথা - পুলক বন্দ্যোপাধ্যায়, সুর - সুধীন দাশগুপ্ত,
ছবি - পিকনিক, শিল্পী- আশা ভোঁসলে

কেন সর্বনাশের নেশা ধরিয়ে তুমি এলে না যে
মরি লাজে বুকে বাজে----
মন লাগে না আর কোনো কাজে মরি লাজে ||
দিন এসে এসে যায় ফিরে ফিরে চোখ চেয়ে থাকে,
মন সারা বেলা সেই পথে পথে কান পেতে রাখে |
সব হারানোর পথে নেমে কি আজ পথ চাওয়া কি সাজে ||
ঝড় উঠে উঠে যায় থেমে থেমে কেউ দেখে না তাকে,
বোঝ না তুমি মন কেঁপে ওঠে তোমারই কি ডাকে---
ভুল ভাঙাতে এলে না কেন এই ভুলের মাঝে ||

.           ************************

No comments:

Post a Comment