আর কত কাল আমি সইবো
আর কত কাল আমি একা রইবো,,,
মরিচিকা হয়ে গেল আশা ভালবাসা
কত কাল একা আমি রইবো,,,
এসেছিলে ফুল ঝরা রাতে
রেখেছিলে হাত খানি হাতে,,,
ফুল দিয়ে মালা গেথে
কেন গেলে চলে,,,
বাসি মালা বোঝা হল
কেমনে যে বইবো,,,
এসেছিলে জোয়ারে ভরে,
ডেকেছিলে চেনা নাম ধরে,,,
কাছে থেকে দূরে গিয়ে
ব্যথা দিলে কি যে,,,
আজো সে ব্যথা যে
কার কাছে কইবো,,,
গানের কথাটা সত্যিই অসাধারণ।
ReplyDelete10000
ReplyDeleteহা
ReplyDelete