আহা মরি মরি চলিতে চলিতে বাজায় কাঁকন পরণে নীলাম্বরী
পাগল আমি ও রূপ দেখে
মনে লয় ঐ অঙ্গ থেকে ও রূপ চুরি করি।
চোখ লয় দু’টি ভ্রমর কাজল কালো
যেন ঐ পদ্ম মুখে মানায় ভালো
ও মুখের কাছে কি তাই হার মেনে যায় পুন্নিমারই কোজাগরী?
দোলে বেণী মণিহারা যেন ফণী
পায়ে তার নুপূর যে ঐ তোলে ধ্বনি
শ্রাবণ ধারার মত রূপলাবণী অঙ্গ থেকে পড়ে ঝরি
পাগল আমি ওরূপ দেখে
মনে লয় ঐ অঙ্গ থেকে ও রূপ চুরি করি।
চুরি করি… চুরি করি… চুরি করি
No comments:
Post a Comment