Sunday, 8 October 2017

তোর মতই আমি একটা বন্ধু চাই

তোর মতই আমি একটা বন্ধু চাই
যার ইচ্ছে বানাবে স্বপ্নে রঙমহল
তোর মতই আমি একটা বন্ধু চাই
তুই অল্প হলেও আমার সঙ্গে চল
ওই তোর নামে, হ্যাঁ তোর নামে
দেখ তোর নামেই, এ সময় থামে

ভয়ে ভয়ে, মন ফেলেছে পা
ফেলে আসা রাস্তাতে
ভিজে ভিজে, কেন চোখজোড়া
ভুলিয়ে দে, ভুলিয়ে দে
কথা দিলাম, তোকে একলা না রাখার
হবো ছায়াদের মত সঙ্গী আমি তোর
তোর মতই আমি একটা বন্ধু চাই
তুই চাইলে নামাবো রাত আর চাইলে ভোর
তুই ভরসা দে, তুই আয় সাথে
তোর জন্যে দেখ, দিন পাল্টেছে

No comments:

Post a Comment