কথা- পবিত্র মিত্র
সুর ও শিল্পী- শ্যামল মিত্র
ভালোবাসো তুমি শুনেছি অনেকবার,
তবু সেদিনের মতো লাগে নি তো কভু আর ||
সেদিন আমার প্রথম ফাগুন বেলা
মাধবী শাখায় অনেক ফুলের মেলা----
সে ফাগুন আরও এসেছে যে বারে বার ||
তোমার প্রথম প্রেম রয়েছে আমার হৃদয় ভরে,
এ মন ভ্রমর সেথা যায় কেন বলো ওগো তারই তরে ?
সেদিনের সেই প্রথম গানের অলি
এখনও ফোটায় নতুন আশার কলি-----
সে গানের সুরে জেগেছি যে বারে বার ||
. *************************
Such songs of y3steryears unlike were never from a different world, rather these songs depicted the very essence, partucularly of bengali people. Nowdays noise in the name of music has replaced the lyrics. Even soft emotions are expressed in high pitch of voice
ReplyDelete