Friday, 6 April 2018

ও আমার ছোট্ট পাখি চন্দনা,

কথা- পবিত্র মিত্র
সুর- নচিকেতা ঘোষ
শিল্পী- আলপনা বন্দ্যোপাধ্যায়

ও আমার ছোট্ট পাখি চন্দনা,
একটি শিসে জাগিয়ে গেল, লাগছে তাও মন্দ না  ||
ছোট্ট চাঁপার কলি শোনো,
আমার এ মন জাগিয়ে গেল, সে শুধু তার গন্ধ না ||
ছোট্ট দিঘির কোলে কোলে
ছোট্ট শালুক দোদুল দোলে---
তারও চলে রাত্রি জেগে দূরে চাঁদের বন্দনা ||
ছোট্ট দু’টি  কথা ভরা মুখরতা----
আমার এ মন মাতিয়ে গেল, সে শুধু তার ছন্দ না ||

.           *************************

No comments:

Post a Comment