নাম জানি না তোর
আর রাত জানিনা ভোর
মন যায় রে চলে যায়
প্রেম যা নিয়ে
হাল মেলাবি আয়
দিনকাল মেলাবি আয়
মন ফিরবে নারে আজ
তোকে না নিয়ে
*♪♪**♪♪ ♪♪ ♪♪ ♪♪ **♪♪*
*♪♪**♪♪ ♪♪ ♪♪ ♪♪ **♪♪*
তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি
তোর ইশারায় আমি মরে যেতেও রাজি
তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি
তোর ইশারায় আমি মরে যেতেও রাজি
কিছুটা সায় দিয়ে যা তুই
আলো আমায় দিয়ে যা তুই
পারিনা থাকতে একা আর
কোনো উপায় দিয়ে যা তুই
তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি
তোর ইশারায় আমি মরে যেতেও রাজি
*♪♪**♪♪ ♪♪ ♪♪ ♪♪ **♪♪*
*♪♪**♪♪ ♪♪ ♪♪ ♪♪ **♪♪*
*♪♪**♪♪ ♪♪ ♪♪ ♪♪ **♪♪*
*♪♪**♪♪ ♪♪ ♪♪ ♪♪ **♪♪*
জানাশোনা নেই অজান্তেই এসেছে অন্য কে
আমাকে মনের অরণ্যে ঠিকানা চিনতে দে
জানাশোনা নেই অজান্তেই এসেছে অন্য কে
আমাকে মনের অরণ্যে ঠিকানা চিনতে দে
আর কি বোঝাবো বল
বলছে ফুলের দল, তুই আমারি
আর কি কারণ চাস
বলছে বন্ধু বাতাস, তুই আমারি
তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি
তোর ইশারায় আমি মরে যেতেও রাজি
*♪♪**♪♪ ♪♪ ♪♪ ♪♪ **♪♪*
*♪♪**♪♪ ♪♪ ♪♪ ♪♪ **♪♪*
*♪♪**♪♪ ♪♪ ♪♪ ♪♪ **♪♪*
*♪♪**♪♪ ♪♪ ♪♪ ♪♪ **♪♪*
বাড়াবাড়ি মন জ্বালাতন করছে যখনি
আমি কোনো আর চেস্টার সীমানা রাখিনি
বাড়াবাড়ি মন জ্বালাতন করছে যখনি
আমি কোনো আর চেস্টার সীমানা রাখিনি
আর কি বোঝাবো বল
বলছে ফুলের দল তুই আমারি
আর কি কারণ চাস
বলছে বন্ধু বাতাস তুই আমারি
তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি
তোর ইশারায় আমি মরে যেতেও রাজি
Monday, 9 April 2018
তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি lyric
Subscribe to:
Post Comments (Atom)
Amazing!!!
ReplyDelete