ও সাথীরে শূন্য মনে
কি যে ব্যথা শুধু এই
মনই জানে ;
এ জীবনে তুমি ছাড়া
পাইনা খুঁজে আমি
বাঁচার মানে,ও সাথীরে।
স্বপ্নের রং মুছে যাই যে কান্নায়
হৃদয়ের হাহাকার এ আমার গান নয়
উ উ স্বপ্নের রং মুছে যাই যে কান্নায়
হৃদয়ের হাহাকার এ আমার গান নয়
কেন তুমি আছ আজও দূরে সরে
চিরদিনই থাকবে এই মন জুড়ে
ভুলবো না আমি জীবনে।
ও সাথীরে শূন্য মনে
কি যে ব্যথা শুধু এই
মনই জানে এ জীবনে
তুমি ছাড়া পাইনা খুঁজে আমি
বাঁচার মানে,ও সাথীরে।
আ আ আ আ আ আ আ আ
আ আ আ আ আ আ আ আ
ঘুম ঘুম রাত্রি চোখে তবু ঘুম নেই
মনে হয় তুমি আছ দু'চোখের সামনে
ও ও ঘুম ঘুম রাত্রি চোখে তবু ঘুম নেই
মনে হয় তুমি আছো দু'চোখের সামনে
প্রেম তবু বলে কবে হবে দেখা
জীবনের পথে লাগে বড়ই একা
দেখা হবে কবে কে জানে।
ও সাথীরে শূন্য মনে
কি যে ব্যথা শুধু এই মনই জানে
এ জীবনে তুমি ছাড়া পাইনা খুঁজে
আমি বাঁচার মানে।
(ছবি-সজনী
শিল্পী-বাবুল সুপ্রিয়)
Sunday, 15 April 2018
ও সাথীরে শূন্য মনে কি যে ব্যথা শুধু এই মনই জানে
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment