বেশ কিছু দিন দেশের বাড়ি তে ছুটি কাটিয়ে ফিরে চললাম মুম্বাই। এবারের সেরা পাওনা অ্যাডমিন রাতুলের সাথে দেখা হওয়া। গানে গানে বলি মনের কথা
★★★
একগোছা রজনীগন্ধা হাতে দিয়ে বললাম-
“চললাম”
একগোছা রজনীগন্ধা হাতে দিয়ে বললাম-
“চললাম, চললাম!”
বেশকিছু সময় তো থাকলাম,
ডাকলাম, মন রাখলাম;
বেশকিছু সময় তো থাকলাম,
ডাকলাম, মন রাখলাম;
দেখলাম দুটি চোখে বৃষ্টি-
বৃষ্টি ভেজা দৃষ্টি।
মনে কোরো আমি এক মৃত কোন জোনাকী-
সারারাত আলো দিয়ে জ্বললাম।
“চললাম”
একগোছা রজনীগন্ধা হাতে দিয়ে বললাম-
“চললাম, চললাম!”
এখানেই সবকিছু শেষ নয়,
বেশ নয়, যদি মনে হয়;
এখানেই সবকিছু শেষ নয়,
বেশ নয়, যদি মনে হয়;
লিখে নিও গল্পের শেষটা,
থাকনা তবু রেশটা-
দেখো না গো চেয়ে তুমি আনমনা চরণে
কোন ফুল ভুল করে দললাম।
“চললাম”
একগোছা রজনীগন্ধা হাতে দিয়ে বললাম-
“চললাম”
“চললাম, চললাম!”
ganer majhe tumi এখানে click করুন