Saturday, 31 March 2018

একগোছা রজনীগন্ধা হাতে দিয়ে বললাম

বেশ কিছু দিন দেশের বাড়ি তে ছুটি কাটিয়ে ফিরে চললাম মুম্বাই। এবারের সেরা পাওনা অ্যাডমিন রাতুলের সাথে দেখা হওয়া। গানে গানে বলি মনের কথা
★★★
একগোছা রজনীগন্ধা হাতে দিয়ে বললাম-
“চললাম”
একগোছা রজনীগন্ধা হাতে দিয়ে বললাম-
“চললাম, চললাম!”
বেশকিছু সময় তো থাকলাম,
ডাকলাম, মন রাখলাম;
বেশকিছু সময় তো থাকলাম,
ডাকলাম, মন রাখলাম;
দেখলাম দুটি চোখে বৃষ্টি-
বৃষ্টি ভেজা দৃষ্টি।
মনে কোরো আমি এক মৃত কোন জোনাকী-
সারারাত আলো দিয়ে জ্বললাম।
“চললাম”

একগোছা রজনীগন্ধা হাতে দিয়ে বললাম-
“চললাম, চললাম!”

এখানেই সবকিছু শেষ নয়,
বেশ নয়, যদি মনে হয়;
এখানেই সবকিছু শেষ নয়,
বেশ নয়, যদি মনে হয়;
লিখে নিও গল্পের শেষটা,
থাকনা তবু রেশটা-
দেখো না গো চেয়ে তুমি আনমনা চরণে
কোন ফুল ভুল করে দললাম।
“চললাম”
একগোছা রজনীগন্ধা হাতে দিয়ে বললাম-
“চললাম”
“চললাম, চললাম!”
ganer majhe tumi এখানে click করুন

Friday, 30 March 2018

কি করে বলবো তোমায় আসলে মন কি চায়

কি করে বলব তমায়
আসলে মন কি যে চায়
কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে
তুমি জানতে পারোনি কত গল্প পড়ে যায়
তুমি চিনতে পারোনি আমাকে হায়
কি করে বলব তোমায়
আসলে মন কি যে চায়
কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে
পথ ভুলে গেছি চলে দূরে কুয়াশায়
তবু আমার ফিরে আসার সত্যি নেই উপায়
তুমি আমার জিত এর বাজি তুমি আমার হার
কি করে বলব তমায়
আসলে মন কি যে চায়
কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে
যদি বলি চোরা গলি মনের যায় কোথায়
আসবে কি রাখবে কি তোমার ওঠাপড়ায়
তুমি আমার জলে নেভা কোনোও সুখতারা
কি করে বলব তমায়
আসলে মন কি যে চায়
কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে
তুমি জানতে পারোনি কত গল্প পড়ে যায়
তুমি চিনতে পারোনি আমাকে হায়
কি করে বলব তোমায়
আসলে মন কি যে চায়
কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে

আমি দূর হতে তোমারে দেখেছি লিরিক্স

আমি দূর হতে তোমারেই দেখেছি
আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি

আমি দূর হতে তোমারেই দেখেছি
আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি

বাজে কিঙ্কিনী রিনিঝিনি
তোমাকে যে চিনি চিনি
মনে মনে কত ছবি এঁকেছি

আমি দূর হতে তোমারেই দেখেছি
আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি

ছিল ভাবে ভরা দুটি আঁখি চঞ্চল
তুমি বাতাসে উড়ালে ভীরু অঞ্চল

ছিল ভাবে ভরা দুটি আঁখি চঞ্চল
তুমি বাতাসে উড়ালে ভীরু অঞ্চল
ওই রূপের মাধুরী মোর সঞ্চয়ে রেখেছি

আমি দূর হতে তোমারেই দেখেছি
আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি

কস্তূরী মৃগ তুমি
যেন কস্তূরী মৃগ তুমি
আপন গন্ধ দিয়ে, এ হৃদয় ছুঁয়ে গেলে
সে মায়ায় আপনারে ঢেকেছি

ওই কপোলে দেখেছি লাল পদ্ম
যেন দল মেলে ফুটেছে সে সদ্য

ওই কপোলে দেখেছি লাল পদ্ম
যেন দল মেলে ফুটেছে সে সদ্য
আমি ভ্রমরের গুঞ্জনে তোমারেই ডেকেছি

আমি দূর হতে তোমারেই দেখেছি
আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি

বাজে কিঙ্কিনী রিনিঝিনি
তোমাকে যে চিনি চিনি
মনে মনে কত ছবি এঁকেছি

আমি দূর হতে তোমারেই দেখেছি
আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি

আমি দূর হতে তোমারেই দেখেছি
আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি

আমি দূর হতে তোমারেই দেখেছি
আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি

বাজে কিঙ্কিনী রিনিঝিনি
তোমাকে যে চিনি চিনি
মনে মনে কত ছবি এঁকেছি

আমি দূর হতে তোমারেই দেখেছি
আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি

ছিল ভাবে ভরা দুটি আঁখি চঞ্চল
তুমি বাতাসে উড়ালে ভীরু অঞ্চল

ছিল ভাবে ভরা দুটি আঁখি চঞ্চল
তুমি বাতাসে উড়ালে ভীরু অঞ্চল
ওই রূপের মাধুরী মোর সঞ্চয়ে রেখেছি

আমি দূর হতে তোমারেই দেখেছি
আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি

কস্তূরী মৃগ তুমি
যেন কস্তূরী মৃগ তুমি
আপন গন্ধ দিয়ে, এ হৃদয় ছুঁয়ে গেলে
সে মায়ায় আপনারে ঢেকেছি

ওই কপোলে দেখেছি লাল পদ্ম
যেন দল মেলে ফুটেছে সে সদ্য

ওই কপোলে দেখেছি লাল পদ্ম
যেন দল মেলে ফুটেছে সে সদ্য
আমি ভ্রমরের গুঞ্জনে তোমারেই ডেকেছি

আমি দূর হতে তোমারেই দেখেছি
আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি

বাজে কিঙ্কিনী রিনিঝিনি
তোমাকে যে চিনি চিনি
মনে মনে কত ছবি এঁকেছি

আমি দূর হতে তোমারেই দেখেছি
আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি

Thursday, 29 March 2018

দু:খ আমাকে দুক্ষি করেনি

দুঃখ আমাকে দুঃখী করেনি,করেছে রাজার রাজা
ও রানী সাহেবা বিদায় এবার
তোমার সাজ-ঘরে রাজা সাজবো না আর
তুমি নকল পোশাক পরিয়ে আমাকে অনেক দিয়েছ সাজা।

তোমার নাটমন্দিরে যাত্রা আসরে, তুমি চিকের আড়ালে ছিলে
সেদিন রাজার ভুমিকা ছিলো যে আমার, সত্যি ভেবে তা নিলে
তাই মখমলে ঢাকা রুপোর থালায়
আসরের মাঝে পাঠালে আমায়, একটি গোলাপ তাজা।

আহা সেই দিন থেকে এ ফকির রোজ, শুধু গেয়েছে রাজার পালা
তুমি জুড়িয়ে নিয়েছো সে গানে তোমার, রাজার বিরহ জালা
আসল রাজার বিরহ জালা।

আর অভিনয় শেষে ভাঙ্গা আয়নায়
আমি দেখে গেছি করুন ব্যাথায়
ফকিরের রাজা সাজা।

ও রানী সাহেবা বিদায় এবার
তোমার সাজ ঘরে রাজা সাজবো না আর
তুমি নকল পোশাক পরিয়ে আমাকে অনেক দিয়েছ সাজা।।

দুঃখ আমাকে দুঃখী করেনি,করেছে রাজার রাজা
ও রানী সাহেবা বিদায় এবার
তোমার সাজ-ঘরে রাজা সাজবো না আর
তুমি নকল পোশাক পরিয়ে আমাকে অনেক দিয়েছ সাজা।

তোমার নাটমন্দিরে যাত্রা আসরে, তুমি চিকের আড়ালে ছিলে
সেদিন রাজার ভুমিকা ছিলো যে আমার, সত্যি ভেবে তা নিলে
তাই মখমলে ঢাকা রুপোর থালায়
আসরের মাঝে পাঠালে আমায়, একটি গোলাপ তাজা।

আহা সেই দিন থেকে এ ফকির রোজ, শুধু গেয়েছে রাজার পালা
তুমি জুড়িয়ে নিয়েছো সে গানে তোমার, রাজার বিরহ জালা
আসল রাজার বিরহ জালা।

আর অভিনয় শেষে ভাঙ্গা আয়নায়
আমি দেখে গেছি করুন ব্যাথায়
ফকিরের রাজা সাজা।

ও রানী সাহেবা বিদায় এবার
তোমার সাজ ঘরে রাজা সাজবো না আর
তুমি নকল পোশাক পরিয়ে আমাকে অনেক দিয়েছ সাজা।।

তুমি কত যে দূরে by R.D

*তুমি কত যে দুরে*
এই সুন্দর গানটি পোস্ট করার জন্য অনুরোধ করেছেন আমাদের বন্ধু devill rajib.
আপনার ও আপনাদের গানের অনুরোধ করতে পারেন..
★★★
তুমি কতো যে দূরে
কোথা যে হারিয়ে গেলে আমার জীবন হতে...
ঠিকানা নেই... বলো খুঁজি কোথায়... আই.আই.
তুমি কতো যে দূরে
কোথা যে হারিয়ে গেলে আমার জীবন হতে...
ঠিকানা নেই... বলো খুঁজি কোথায়... আই.আই.
ওহ... ও...
তুমি কতো যে দূরে
কোথা যে হারিয়ে গেলে আমার জীবন হতে...

কোথা যে হারিয়ে গেলে আমার জীবন হতে...
ঠিকানা নেই... বলো খুঁজি কোথায়... আই.আই.
আই... আই... আই... আই... আই... আই
আমি তো আছি, আছি তোমারি
তোমারি কাছে, তোমারি পাশে
তোমাতে মিশে, তোমাতে আমি ফি... রে আসি
ওহ... ও...
তুমি কথা দিয়েছিলে
থাকবে সুখে ও দুঃখে, আমারি সাথী হয়ে
আমিযে একা, বলো তুমি কোথায় আই.আই.আই
ওহ... ও...

তুমি কথা দিয়েছিলে
থাকবে সুখে ও দুঃখে, আমারি সাথী হয়ে
আমিযে একা, তুমি কোথায় আই.আই.আই
লা...
আই... আই... আই... আই... আই... আই...
হাতে হাত রেখে কথা দিয়েছি,
কথা রাখিনি, ভালোবাসিতে...
তাইতো আবার বারে বার আমি, ফি.রে আসি...
তারা ...তারা.রি রা.রা.

Tuesday, 27 March 2018

আমার গানের স্বরলিপি লেখা রবে

আমার গানের স্বরলিপি লেখা রবে
আমার গানের স্বরলিপি লেখা রবে
পান্থপাখির কুজন কাকলি ঘিরে
আগামী পৃথিবী কান পেতে তুমি শোনো
আমি যদি আর নাই আসি হেথা ফিরে
তবু আমার গানের স্বরলিপি লেখা রবে

অশ্বথের ছায়ে মাঠের প্রান্তে দূরে
আমার গানের স্বরলিপি লেখা রবে

রাখালী বাঁশির বেজে বেজে ওঠা সুরে
আমার এ গান খোঁজ তুমি তারই নীড়ে
ঝরা পাতাদের মর্মর ধ্বনি মাঝে
কান পেতে শোনো অশ্রুত সুরে
মোর এ গান বাজে

পরাগ ঝরানো স্বপ্ন ভরানো বনে
ভ্রমর যেথায় সুর তোলে মনে মনে
আমার এ গান খোঁজ তুমি তারই নীড়ে
আগামী পৃথিবী কান পেতে তুমি শোনো
আমি যদি আর নাই আসি হেথা ফিরে
তবু আমার গানের স্বরলিপি লেখা রবে

আমার গানের স্বরলিপি লেখা রবে
আমার গানের স্বরলিপি লেখা রবে
পান্থপাখির কুজন কাকলি ঘিরে
আগামী পৃথিবী কান পেতে তুমি শোনো
আমি যদি আর নাই আসি হেথা ফিরে
তবু আমার গানের স্বরলিপি লেখা রবে

অশ্বথের ছায়ে মাঠের প্রান্তে দূরে
আমার গানের স্বরলিপি লেখা রবে

রাখালী বাঁশির বেজে বেজে ওঠা সুরে
আমার এ গান খোঁজ তুমি তারই নীড়ে
ঝরা পাতাদের মর্মর ধ্বনি মাঝে
কান পেতে শোনো অশ্রুত সুরে
মোর এ গান বাজে

পরাগ ঝরানো স্বপ্ন ভরানো বনে
ভ্রমর যেথায় সুর তোলে মনে মনে
আমার এ গান খোঁজ তুমি তারই নীড়ে
আগামী পৃথিবী কান পেতে তুমি শোনো
আমি যদি আর নাই আসি হেথা ফিরে
তবু আমার গানের স্বরলিপি লেখা রবে

Monday, 26 March 2018

Tu aata hai seene mein lyrics

Tu aata hai seene mein
Jab jab saansein bharti hoon
Tere dil ki galiyon se
Main har roz guzarti hoon

Hawa ke jaise chalta hai tu
Main ret jaisi udti hoon
Kaun tujhe yoon pyar karega
Jaise main karti hoon

Haa.. Aa..

Meri nazar ka safar
Tujhpe hi aake ruke
Kehne ko baaki hai kya
Kehna tha jo keh chhuke

Meri nigahein hain teri nigahon ki
Tujhe khabar kya bekabar

Main tujhse hi chup chup kar
Teri aankhein padhti hoon
Kaun tujhe yun pyar karega
Jaise main karti hoon

Haa.. Aa..

Tu jo mujhe aa mila
Sapne hue sarphire
Haathon mein aate nahi
Udte hain lamhein mere

Meri hasi tujhse
Meri khushi tujhse
Tujhe khabar kya beqadar

Jis din tujhko na dekhun
Pagal pagal phirti hoon
Kaun tujhe yoon pyaar karega
Jaise main karti hoon

Haa.. Aa..

fb me hamare saat aao yah pe click karke

★anANta★

ami sudhu cheyechi tomay lyrics

টাল মাটাল মনটা কিছু তোমায় বলতে চায়
বেসামাল ভাবনা গুলো তোমায় ছুতে চাই
আমি শুধু চেয়েছি তোমায়

না লেখা চিঠিগুলো মন পাহারায়
আমি শুধু চেয়েছি তোমায়

রাতদিন চেনা তুমি ছিলে অচেনা
অন্তহীন মনে হত মিষ্টি যন্ত্রনা
সেই ব্যাথা উঠল সেরে চোখেরই চাওয়া
আমি শুধু চেয়েছি তোমায়

কতদিন ভেবেছি শুধু দেখব যে তোমায়
ক্লান্তহীন তুমি ছিলে আমার কল্পনায়
সেই ছবি উঠল ভেসে চোখেরই পাতায়
আমি শুধু চেয়েছি তোমায়

fb তে আমাদের সাথে আসুন এখানে click করে

Sunday, 25 March 2018

Paheli paheli bar mohabbat ki hay lyrics

Mere Mehboob
Mere Is Dil Ne Raat Ko Din
Subha Ko Shaam Likha
Itna Baichain Kar Diya Tumne
Maine Ye Khat Tumhare Naam Likha
Pehli Pehli Baar Mohabbat Ki Hai
Pehli Pehli Baar Mohabbat Ki Hai
Kuch Na Samajh Mein Aaye Main Kya Karoon
Ishq Ne Meri Aisi Haalat Ki Hai
Ishq Ne Meri Aisi Haalat Ki Hai
Kuch Na Samajh Mein Aaye Main Kya Karoon
Pehli Pehli Baar Mohabbat Ki Hai
Kuch Na Samajh Mein Aaye Main Kya Karoon
Ishq Ne Meri Aisi Haalat Ki Hai
Kuch Na Samajh Mein Aaye Main Kya Karoon
Pehli Pehli Baar Mohabbat Ki Hai
Kuch Na Samajh Mein Aaye Main Kya Karoon…
Mera Haal Bura Hai Lekin
Tum Kaisi Ho Likhna
Mera Chhodo Jaan Meri
Apna Khayal Tum Rakhna
Kore Kagaz Pe Maine
Saara Armaan Nikala
Mere Is Dil Mein Jo Kuch Tha
Khat Mein Sabh Likh Dalaa
Hey Hey Hey Ho Ho Ho
Pehli Pehli Baar Shararat Ki Hai
Pehli Pehli Baar Shararat Ki Hai
Kuch Na Samajh Mein Aaye Main Kya Karoon
Pehli Pehli Baar Mohabbat Ki Hai
Kuch Na Samajh Mein Aaye Main Kya Karoon…

Kash Mera Dil Bhi Koi
Kagaz Ka Tukda Hota
Raat Ko Teri Baahon Mein
Takiye Ke Neeche Sota
Ho Keral Mein Garmi Hai
Nainital Se Sardi Bhejo
Jo Raahat Paunchaaye
Aisa Kuch Bedardi Bhejo
Bin Teri Yaadon Ke
Ek Pal Jeena Hai Mushkil
Kaise Likh Doon Tujhko
Kitna Chaahe Mera Dil
Apni Ek Tasveer
Lifafe Mein Rakh Kar Bhijwado
Main Khud Milne Aaongi
Kuch Din Dil Ko Samjhado
Tum Kitni Bholi Ho
Tum Kitne Aache Ho
Tum Kitni Seedhi Ho
Tum Kitne Sache Ho
Aa Aa Aa Aa Aa Aa A
Pehli Pehli Baar Ye Chaahat Ki Hai
Pehli Pehli Baar Ye Chaahat Ki Hai
Kuch Na Samajh Mein Aaye Main Kya Karoon
Pehli Pehli Baar Mohabbat Ki Hai
Pehli Pehli Baar Mohabbat Ki Hai
Kuch Na Samajh Mein Aaye Main Kya Karoon
Ishq Ne Meri Aisi Haalat Ki Hai
Ishq Ne Meri Aisi Haalat Ki Hai
Kuch Na Samajh Mein Aaye Main Kya Karoon
La La La La La La La
Lara La La La La
Hmm Hmm Hmm Hmm Hmm
Hmm Hmm Hmm

fb me hamare saath aao, yah click karo

Saturday, 24 March 2018

মানুষ মানুষের জন্য গানের লিরিক্স

মানুষ মানুষের জন্য
জীবন জীবনের জন্য
একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না
ও বন্ধু….

মানুষ মানুষকে পণ্য করে
মানুষ মানুষকে জীবিকা করে
পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না?
ও বন্ধু………..

বল কি তোমার ক্ষতি
জীবনের অথৈ নদী
পার হয় তোমাকে ধরে দূর্বল মানুষ যদি
মানুষ যদি সে না হয় মানুষ
দানব কখনো হয় না মানুষ
যদি দানব কখনো বা হয় মানুষ লজ্জা কি তুমি পাবে না?
ও বন্ধু……….
follows us on fb click here

Thursday, 22 March 2018

কোলকাতা তুমিও হেটে দেখো

শহর জুড়ে যেন প্রেমের মরসুম
আলোতে মাখামাখি আমার এ গ্রীনরুম
কখনও নেমে আসে অচেনা প্যারাসুট
তোমাকে ভালোবেসে আমার এ চিরকুট
শহর জুড়ে যেন প্রেমের মরসুম
আলোতে মাখামাখি আমার এ গ্রীনরুম
কখনও নেমে আসে অচেনা প্যারাসুট
তোমাকে ভালোবেসে আমার এ চিরকুট
কলকাতা, তুমিও হেটে দেখো

কলকাতা, তুমিও হেটে দেখো
কলকাতা, তুমিও ভেবে দেখো
কলকাতা, তুমিও হেটে দেখো
কলকাতা, তুমিও ভেবে দেখো
যাবে কি না যাবে আমার সাথে

(...)
ঘুম ভাঙে এসপ্ল্যানেড, খোলা ভাঙে চীনেবাদাম
ঘুম ভাঙে এসপ্ল্যানেড, খোলা ভাঙে চীনেবাদাম
চেনা কোনো ঘাসের দাগ, শুয়ে থাকা কি আরাম
শহর জুড়ে যেন প্রেমের মরসুম

আলোতে মাখামাখি আমার এ গ্রীনরুম
কখনও নেমে আসে অচেনা প্যারাসুট
তোমাকে ভালোবেসে আমার এ চিরকুট
কলকাতা, তুমিও হেটে দেখো
কলকাতা, তুমিও ভেবে দেখো
কলকাতা, তুমিও হেটে দেখো

কলকাতা, তুমিও ভেবে দেখো

যাবে কি না যাবে আমার সাথে
(...)
খুজে দিতে না পারলে আড়ি
আমার ব্যোমকেশ বক্সীর বাড়ি
খুজে দিতে না পারলে আড়ি
আমার ব্যোমকেশ বক্সীর বাড়ি
তবেই তোমার কথা কলকাতা কলকাতা
সব কিছু মেনে নিতে পারি
কেন এ অসম্ভবের, ডেকে আনো আমাকে
ছুয়ে থাকে হাতটাকে, কবিতার ছাদটাকে
কলকাতা, তুমিও হেটে দেখো
কলকাতা, তুমিও ভেবে দেখো
কলকাতা, তুমিও হেটে দেখো
কলকাতা, তুমিও ভেবে দেখো
কলকাতা, তুমিও হেটে দেখো
কলকাতা, তুমিও ভেবে দেখো
যাবে কি না যাবে আমার সাথে



ফেসবুকে আমরা, এখানে ক্লিক করুন

তুমি একজনই শুধু বন্ধু আমার- লিরিক্স :- মান্না দে

fb te amader page e aste ekhane click korun

তুমি একজনই শুধু বন্ধু আমার শত্রু ও তুমি একজন তাই
তোমাকেই ভালে লাগে তোমাকেই ভালে লাগে
তুমি আমার পুর্নিমা রাত তুমি চন্দ্রগ্রহন তাই
তোমাকেই ভালে লাগে তোমাকেই ভালে লাগে

ওই দুটি হাত যেমন আমায় টেনে নিয়ে যায় মরণে
তেমনি আবার ও-হাত ধরেই ফিরে আসি আমি জীবনে
যে নয়ন জ্বলে দারুণ আগুন বৃষ্টিও দেয় সে নয়ন তাই
তোমাকেই ভালে লাগে তোমাকেই ভালে লাগে

তোমায় পেয়ে এই মনে হয় কানায় কানায় ভরেছি
এই মনে হয় সব হারিয়ে শুন্য আমায় করেছি
যে সাপের মণি দেয় গো আলো সেই যে করে দংশন তাই
তোমাকেই ভালে লাগে তোমাকেই ভালে লাগে

————————-
মান্না দে

মাঝে মাঝে তোর কাছে জেনেশুনে হেরে যাই লিরিক্স

fb te asun ekhane click koreআজকে হাওয়া ছন্ন ছাড়া,
আজকে হাওয়া বিবাগী ,
আজকে সময় খোশ মেজাজে ,
আজকে সময় সোহাগী ।

মাঝে মাঝে তোর কাছে
জেনে শুনে হেরে যাই ,
কিছু কথা বলে ফেলি,
কিছু কথা ছেরে যাই ।
অচেনা সকাল হোক ,
উদাসী বিকেল হোক ,
বারে বারে মনে হয় ,
তোর হাতে মরে যাই ।
মাঝে মাঝে তোর কাছে
জেনে শুনে হেরে যাই ।
কিছু কথা বলে ফেলি,
কিছু কথা ছেরে যাই ।
তুই না এলে আর , কি হবে আমার
সে সব কথা খুজতে গেলে কান্না পায় ।
যন্ত্রণা হাজার ,করছে পারাপার
তোর দু চোখের তোর ছিবুকের বাস্ততার ।
মাঝে মাঝে তোর কাছে জেনে শুনে হেরে যাই ,
হো ... ও ও ... মাঝে মাঝে তোর কাছে জেনে শুনে হেরে যাই ।
কিছু কথা বলে ফেলি, কিছু কথা ছেরে যাই ।
অচেনা সকাল হোক ,
উদাসী বিকেল হোক ,
বারে বারে মনে হয় ,
তোর হাতে মরে যাই ।
আজকে হাওয়া ছন্ন ছাড়া,
আজকে হাওয়া বিবাগী ,
আজকে সময় খোশ মেজাজে , আজকে সময় সোহাগী ।
শিল্পীঃ কুমার শানু আর শ্রেয়া ঘোষাল,