Thursday, 22 March 2018

তুমি একজনই শুধু বন্ধু আমার- লিরিক্স :- মান্না দে

fb te amader page e aste ekhane click korun

তুমি একজনই শুধু বন্ধু আমার শত্রু ও তুমি একজন তাই
তোমাকেই ভালে লাগে তোমাকেই ভালে লাগে
তুমি আমার পুর্নিমা রাত তুমি চন্দ্রগ্রহন তাই
তোমাকেই ভালে লাগে তোমাকেই ভালে লাগে

ওই দুটি হাত যেমন আমায় টেনে নিয়ে যায় মরণে
তেমনি আবার ও-হাত ধরেই ফিরে আসি আমি জীবনে
যে নয়ন জ্বলে দারুণ আগুন বৃষ্টিও দেয় সে নয়ন তাই
তোমাকেই ভালে লাগে তোমাকেই ভালে লাগে

তোমায় পেয়ে এই মনে হয় কানায় কানায় ভরেছি
এই মনে হয় সব হারিয়ে শুন্য আমায় করেছি
যে সাপের মণি দেয় গো আলো সেই যে করে দংশন তাই
তোমাকেই ভালে লাগে তোমাকেই ভালে লাগে

————————-
মান্না দে

No comments:

Post a Comment