টাল মাটাল মনটা কিছু তোমায় বলতে চায়
বেসামাল ভাবনা গুলো তোমায় ছুতে চাই
আমি শুধু চেয়েছি তোমায়
না লেখা চিঠিগুলো মন পাহারায়
আমি শুধু চেয়েছি তোমায়
রাতদিন চেনা তুমি ছিলে অচেনা
অন্তহীন মনে হত মিষ্টি যন্ত্রনা
সেই ব্যাথা উঠল সেরে চোখেরই চাওয়া
আমি শুধু চেয়েছি তোমায়
কতদিন ভেবেছি শুধু দেখব যে তোমায়
ক্লান্তহীন তুমি ছিলে আমার কল্পনায়
সেই ছবি উঠল ভেসে চোখেরই পাতায়
আমি শুধু চেয়েছি তোমায়
No comments:
Post a Comment