আমার গানের স্বরলিপি লেখা রবে
আমার গানের স্বরলিপি লেখা রবে
পান্থপাখির কুজন কাকলি ঘিরে
আগামী পৃথিবী কান পেতে তুমি শোনো
আমি যদি আর নাই আসি হেথা ফিরে
তবু আমার গানের স্বরলিপি লেখা রবে
অশ্বথের ছায়ে মাঠের প্রান্তে দূরে
আমার গানের স্বরলিপি লেখা রবে
রাখালী বাঁশির বেজে বেজে ওঠা সুরে
আমার এ গান খোঁজ তুমি তারই নীড়ে
ঝরা পাতাদের মর্মর ধ্বনি মাঝে
কান পেতে শোনো অশ্রুত সুরে
মোর এ গান বাজে
পরাগ ঝরানো স্বপ্ন ভরানো বনে
ভ্রমর যেথায় সুর তোলে মনে মনে
আমার এ গান খোঁজ তুমি তারই নীড়ে
আগামী পৃথিবী কান পেতে তুমি শোনো
আমি যদি আর নাই আসি হেথা ফিরে
তবু আমার গানের স্বরলিপি লেখা রবে
আমার গানের স্বরলিপি লেখা রবে
আমার গানের স্বরলিপি লেখা রবে
পান্থপাখির কুজন কাকলি ঘিরে
আগামী পৃথিবী কান পেতে তুমি শোনো
আমি যদি আর নাই আসি হেথা ফিরে
তবু আমার গানের স্বরলিপি লেখা রবে
অশ্বথের ছায়ে মাঠের প্রান্তে দূরে
আমার গানের স্বরলিপি লেখা রবে
রাখালী বাঁশির বেজে বেজে ওঠা সুরে
আমার এ গান খোঁজ তুমি তারই নীড়ে
ঝরা পাতাদের মর্মর ধ্বনি মাঝে
কান পেতে শোনো অশ্রুত সুরে
মোর এ গান বাজে
পরাগ ঝরানো স্বপ্ন ভরানো বনে
ভ্রমর যেথায় সুর তোলে মনে মনে
আমার এ গান খোঁজ তুমি তারই নীড়ে
আগামী পৃথিবী কান পেতে তুমি শোনো
আমি যদি আর নাই আসি হেথা ফিরে
তবু আমার গানের স্বরলিপি লেখা রবে
No comments:
Post a Comment