Thursday, 22 March 2018

মাঝে মাঝে তোর কাছে জেনেশুনে হেরে যাই লিরিক্স

fb te asun ekhane click koreআজকে হাওয়া ছন্ন ছাড়া,
আজকে হাওয়া বিবাগী ,
আজকে সময় খোশ মেজাজে ,
আজকে সময় সোহাগী ।

মাঝে মাঝে তোর কাছে
জেনে শুনে হেরে যাই ,
কিছু কথা বলে ফেলি,
কিছু কথা ছেরে যাই ।
অচেনা সকাল হোক ,
উদাসী বিকেল হোক ,
বারে বারে মনে হয় ,
তোর হাতে মরে যাই ।
মাঝে মাঝে তোর কাছে
জেনে শুনে হেরে যাই ।
কিছু কথা বলে ফেলি,
কিছু কথা ছেরে যাই ।
তুই না এলে আর , কি হবে আমার
সে সব কথা খুজতে গেলে কান্না পায় ।
যন্ত্রণা হাজার ,করছে পারাপার
তোর দু চোখের তোর ছিবুকের বাস্ততার ।
মাঝে মাঝে তোর কাছে জেনে শুনে হেরে যাই ,
হো ... ও ও ... মাঝে মাঝে তোর কাছে জেনে শুনে হেরে যাই ।
কিছু কথা বলে ফেলি, কিছু কথা ছেরে যাই ।
অচেনা সকাল হোক ,
উদাসী বিকেল হোক ,
বারে বারে মনে হয় ,
তোর হাতে মরে যাই ।
আজকে হাওয়া ছন্ন ছাড়া,
আজকে হাওয়া বিবাগী ,
আজকে সময় খোশ মেজাজে , আজকে সময় সোহাগী ।
শিল্পীঃ কুমার শানু আর শ্রেয়া ঘোষাল,

No comments:

Post a Comment