Friday, 30 March 2018

কি করে বলবো তোমায় আসলে মন কি চায়

কি করে বলব তমায়
আসলে মন কি যে চায়
কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে
তুমি জানতে পারোনি কত গল্প পড়ে যায়
তুমি চিনতে পারোনি আমাকে হায়
কি করে বলব তোমায়
আসলে মন কি যে চায়
কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে
পথ ভুলে গেছি চলে দূরে কুয়াশায়
তবু আমার ফিরে আসার সত্যি নেই উপায়
তুমি আমার জিত এর বাজি তুমি আমার হার
কি করে বলব তমায়
আসলে মন কি যে চায়
কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে
যদি বলি চোরা গলি মনের যায় কোথায়
আসবে কি রাখবে কি তোমার ওঠাপড়ায়
তুমি আমার জলে নেভা কোনোও সুখতারা
কি করে বলব তমায়
আসলে মন কি যে চায়
কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে
তুমি জানতে পারোনি কত গল্প পড়ে যায়
তুমি চিনতে পারোনি আমাকে হায়
কি করে বলব তোমায়
আসলে মন কি যে চায়
কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে

No comments:

Post a Comment