কি করে বলব তমায়
আসলে মন কি যে চায়
কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে
তুমি জানতে পারোনি কত গল্প পড়ে যায়
তুমি চিনতে পারোনি আমাকে হায়
কি করে বলব তোমায়
আসলে মন কি যে চায়
কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে
পথ ভুলে গেছি চলে দূরে কুয়াশায়
তবু আমার ফিরে আসার সত্যি নেই উপায়
তুমি আমার জিত এর বাজি তুমি আমার হার
কি করে বলব তমায়
আসলে মন কি যে চায়
কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে
যদি বলি চোরা গলি মনের যায় কোথায়
আসবে কি রাখবে কি তোমার ওঠাপড়ায়
তুমি আমার জলে নেভা কোনোও সুখতারা
কি করে বলব তমায়
আসলে মন কি যে চায়
কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে
তুমি জানতে পারোনি কত গল্প পড়ে যায়
তুমি চিনতে পারোনি আমাকে হায়
কি করে বলব তোমায়
আসলে মন কি যে চায়
কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে
Friday, 30 March 2018
কি করে বলবো তোমায় আসলে মন কি চায়
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment