Thursday, 29 March 2018

দু:খ আমাকে দুক্ষি করেনি

দুঃখ আমাকে দুঃখী করেনি,করেছে রাজার রাজা
ও রানী সাহেবা বিদায় এবার
তোমার সাজ-ঘরে রাজা সাজবো না আর
তুমি নকল পোশাক পরিয়ে আমাকে অনেক দিয়েছ সাজা।

তোমার নাটমন্দিরে যাত্রা আসরে, তুমি চিকের আড়ালে ছিলে
সেদিন রাজার ভুমিকা ছিলো যে আমার, সত্যি ভেবে তা নিলে
তাই মখমলে ঢাকা রুপোর থালায়
আসরের মাঝে পাঠালে আমায়, একটি গোলাপ তাজা।

আহা সেই দিন থেকে এ ফকির রোজ, শুধু গেয়েছে রাজার পালা
তুমি জুড়িয়ে নিয়েছো সে গানে তোমার, রাজার বিরহ জালা
আসল রাজার বিরহ জালা।

আর অভিনয় শেষে ভাঙ্গা আয়নায়
আমি দেখে গেছি করুন ব্যাথায়
ফকিরের রাজা সাজা।

ও রানী সাহেবা বিদায় এবার
তোমার সাজ ঘরে রাজা সাজবো না আর
তুমি নকল পোশাক পরিয়ে আমাকে অনেক দিয়েছ সাজা।।

দুঃখ আমাকে দুঃখী করেনি,করেছে রাজার রাজা
ও রানী সাহেবা বিদায় এবার
তোমার সাজ-ঘরে রাজা সাজবো না আর
তুমি নকল পোশাক পরিয়ে আমাকে অনেক দিয়েছ সাজা।

তোমার নাটমন্দিরে যাত্রা আসরে, তুমি চিকের আড়ালে ছিলে
সেদিন রাজার ভুমিকা ছিলো যে আমার, সত্যি ভেবে তা নিলে
তাই মখমলে ঢাকা রুপোর থালায়
আসরের মাঝে পাঠালে আমায়, একটি গোলাপ তাজা।

আহা সেই দিন থেকে এ ফকির রোজ, শুধু গেয়েছে রাজার পালা
তুমি জুড়িয়ে নিয়েছো সে গানে তোমার, রাজার বিরহ জালা
আসল রাজার বিরহ জালা।

আর অভিনয় শেষে ভাঙ্গা আয়নায়
আমি দেখে গেছি করুন ব্যাথায়
ফকিরের রাজা সাজা।

ও রানী সাহেবা বিদায় এবার
তোমার সাজ ঘরে রাজা সাজবো না আর
তুমি নকল পোশাক পরিয়ে আমাকে অনেক দিয়েছ সাজা।।

No comments:

Post a Comment